
রাঙামাটির পর্যটন উপত্যকা সাজেক ভ্যালিতে ভয়াবহ আগুনে ৭০টি রিসোর্ট ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সাজেক ভ্যালিতে পানির সংকট ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পেঁৗছাতে দেরি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ভয়াবহ আগুনে হাজার কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন রিসোর্টের মালিকরা।
জানা যায়, গতকাল সোমবার দুপুর ১টার দিকে সাজেকের রুইলুই এলাকায় অবস্থিত কটেজপল্লীর অবকাশ কটেজে আগুনের সূত্রপাত হয়। পাহাড়ের শীর্ষে অবস্থিত এই পর্যটনকেন্দ্রের আশপাশে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা না থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যেতে থাকে একের পর এক কটেজ। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা নানাভাবে কাজ করে বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে এলেও সাজেক ভ্যালির ৭০টির মতো স্থাপনা পুড়ে গেছে। এরমধ্যে রয়েছে রিসোর্ট, কটেজ, বসতঘর, দোকানপাট, হোটেল—রেস্তোরাঁ।
বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, সাজেক ভ্যালির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কটেজ, রিসোর্ট, বসতঘর, দোকানপাটসহ ৭০টির মতো স্থাপনা পুড়ে গেছে। ১৬৭ নম্বর রুইলুই মৌজার হেডম্যান লাল থাঙ্গা লুসাই বলেন, আগুনের ঘটনায় আমার বসতবাড়িসহ আশপাশের বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। ঠিক কতগুলো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো জানতে পারিনি।
রাঙ্গামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে সেটি পরে তদন্ত সাপেক্ষে জানা যাবে।