ঢাকা , বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
টি-টোয়েন্টি বোলিং চার্টে বাংলাদেশের তিন তারকার দাপট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ ডট বলের বেড়াজালে বাংলাদেশ আইএল টি-টোয়েন্টিতে সাকিবদের এমআই এমিরেটসে পুরান-পোলার্ড নেটে বলের আঘাতে প্রাণ গেল অস্ট্রেলিয়ান তরুণ ক্রিকেটারের গুরুতর চোটে ছয় সপ্তাহ মাঠের বাইরে পেদ্রি ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে শতবর্ষের লজ্জায় লিভারপুল ঐকমত্য কমিশনের প্রতিবেদন সহজভাবে প্রকাশের আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে-প্রধান উপদেষ্টা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা হবে-প্রেস সচিব ঐকমত্য কমিশন প্রতারণা করেছে-ফখরুল ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশের ওপর চাপ বাড়াবে ব্রিটিশ পার্লামেন্ট গ্রুপ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ অর্ধশত শিক্ষক আহত ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল নির্বাচন নাও হতে পারে, জুলাই সনদ আগে হতে হবে-ডা. তাহের কমিশনের সুপারিশ বাদ দিয়ে দুদক সংশোধন খসড়া অনুমোদনে টিআইবির উদ্বেগ জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই- নাহিদ ইসলাম তত্ত্বাবধায়ক সরকার ফের আলোচনায় ডিজিটাল লেনদেনে বছরে ২০ হাজার কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা
চ্যাম্পিয়ন্স ট্রফি

আফগানিস্তানকে নিয়ে আশাবাদী সরফরাজ

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৭:৩২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৭:৩২:৪১ অপরাহ্ন
আফগানিস্তানকে নিয়ে আশাবাদী সরফরাজ
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর অপেক্ষা আর কয়েক ঘন্টার। আটদলের শ্রেষ্ঠত্ব লড়াই শুরু হচ্ছে আগামীকাল বুধবার। দলগুলোকে নিয়ে চলছে নানান ভবিষ্যতবাণী। সে আলোচনায় যোগ দিয়েছেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ। এই পাকিস্তানি ক্রিকেটার বেছে নিয়েছেন চার সেমিফাইনালিস্ট। আট বছর আগে সবশেষ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেই চ্যাম্পিয়ন দলের নেতৃত্বে ছিলেন সরফরাজ আহমেদ। এবার চ্যাম্পিয়নস ট্রফির চার সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেন তিনি। চার দলের নাম বললেও বাকি চার দলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন এই ক্রিকেটার। সরফরাজ বলেন, ‘‘যদি আমাকে সেমিফাইনালের জন্য চার দলকে বেছে নিতে বলা হয়, তাহলে আমি পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে এই তালিকায় রাখবো। কিন্তু অন্য কোনও দলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।’’ আফগানিস্তানকে নিয়ে আলাদাভাবে সরফরাজ বলেন, ‘‘যে কোনও দল এটা জিততে পারে। আমি বিশ্বাস করি আফগানিস্তানের ভালো একটা দল আছে। ভালো কয়েকজন স্পিনার তাদের আছে, এই ধরনের কন্ডিশনে জিততে হলে সেটা আপনার প্রয়োজন হবে।’’ অনেক বছর পর ঘরের মাঠে কোন আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। গত আসরের চ্যাম্পিয়নের পাশাপাশি স্বাগতিক হিসেবে ভক্ত-সমর্থকদের আশা স্বাভাবিকভাবেই বেশি থাকবে বলে। এজন্য পাকিস্তান কিছুটা চাপে থাকবে বলে মনে করেন সরফরাজ, তিনি বলেন, ‘‘ঘরের মাঠে খেলা, বর্তমান চ্যাম্পিয়নও। এসব তাদের অবশ্যই চাপে রাখবে। অনেক প্রত্যাশা থাকতে তাদের নিয়ে। ভক্তরাও পাশে থাকছে।’’ আগামীকাল বুধবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এরপর দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স