চ্যাম্পিয়ন্স ট্রফি

আফগানিস্তানকে নিয়ে আশাবাদী সরফরাজ

আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৭:৩২:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৭:৩২:৪১ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর অপেক্ষা আর কয়েক ঘন্টার। আটদলের শ্রেষ্ঠত্ব লড়াই শুরু হচ্ছে আগামীকাল বুধবার। দলগুলোকে নিয়ে চলছে নানান ভবিষ্যতবাণী। সে আলোচনায় যোগ দিয়েছেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ। এই পাকিস্তানি ক্রিকেটার বেছে নিয়েছেন চার সেমিফাইনালিস্ট। আট বছর আগে সবশেষ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেই চ্যাম্পিয়ন দলের নেতৃত্বে ছিলেন সরফরাজ আহমেদ। এবার চ্যাম্পিয়নস ট্রফির চার সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেন তিনি। চার দলের নাম বললেও বাকি চার দলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন এই ক্রিকেটার। সরফরাজ বলেন, ‘‘যদি আমাকে সেমিফাইনালের জন্য চার দলকে বেছে নিতে বলা হয়, তাহলে আমি পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে এই তালিকায় রাখবো। কিন্তু অন্য কোনও দলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।’’ আফগানিস্তানকে নিয়ে আলাদাভাবে সরফরাজ বলেন, ‘‘যে কোনও দল এটা জিততে পারে। আমি বিশ্বাস করি আফগানিস্তানের ভালো একটা দল আছে। ভালো কয়েকজন স্পিনার তাদের আছে, এই ধরনের কন্ডিশনে জিততে হলে সেটা আপনার প্রয়োজন হবে।’’ অনেক বছর পর ঘরের মাঠে কোন আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। গত আসরের চ্যাম্পিয়নের পাশাপাশি স্বাগতিক হিসেবে ভক্ত-সমর্থকদের আশা স্বাভাবিকভাবেই বেশি থাকবে বলে। এজন্য পাকিস্তান কিছুটা চাপে থাকবে বলে মনে করেন সরফরাজ, তিনি বলেন, ‘‘ঘরের মাঠে খেলা, বর্তমান চ্যাম্পিয়নও। এসব তাদের অবশ্যই চাপে রাখবে। অনেক প্রত্যাশা থাকতে তাদের নিয়ে। ভক্তরাও পাশে থাকছে।’’ আগামীকাল বুধবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এরপর দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : djanata123@gmail.com, ওয়েবসাইট : www.dainikjanata.net