ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সংলাপে সমাধানের পথ খুঁজছে বিএনপি জাবির ৯ শিক্ষক বরখাস্ত ২৫৯ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার সেমিনারের ঘোষণা বিএনপির ৩ অঙ্গ সংগঠনের শুধু আ’লীগ করে বলে আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ চট্টগ্রামে বন উজাড় করে অর্থনৈতিক অঞ্চল আরও এক পুলিশ সুপার সাময়িক বরখাস্ত টাঙ্গাইলে রাস্তার কাজের টাকা আত্মসাৎ পাসপোর্ট অধিদপ্তরের ‘টাকার কুমির’ সেই মামুন বরখাস্ত বাংলাদেশের পোশাক রফতানি বাড়ছে ভারতে নিষিদ্ধ ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল, বিবিসিকে সতর্কবার্তা ইউক্রেন যুদ্ধে সৈন্য পাঠানোর কথা নিশ্চিত করলো উত্তর কোরিয়া বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার ২৬টি রাফালে এম যুদ্ধবিমান কিনতে ফ্রান্স-ভারত চুক্তি ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ৭৮ পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে হতাহত ২৩ ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে : পাকিস্তানের মন্ত্রী রাশিয়ার সীমান্ত অঞ্চলে শতাধিক ড্রোন হামলা করছে ইউক্রেন: মস্কো স্পিরিট অ্যারো সিস্টেমসের সম্পদ কেনার চূড়ান্ত চুক্তি করলো এয়ারবাস ওষুধ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় চায় সিঙ্গাপুর
চ্যাম্পিয়ন্স ট্রফি

আফগানিস্তানকে নিয়ে আশাবাদী সরফরাজ

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৭:৩২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৭:৩২:৪১ অপরাহ্ন
আফগানিস্তানকে নিয়ে আশাবাদী সরফরাজ
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর অপেক্ষা আর কয়েক ঘন্টার। আটদলের শ্রেষ্ঠত্ব লড়াই শুরু হচ্ছে আগামীকাল বুধবার। দলগুলোকে নিয়ে চলছে নানান ভবিষ্যতবাণী। সে আলোচনায় যোগ দিয়েছেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ। এই পাকিস্তানি ক্রিকেটার বেছে নিয়েছেন চার সেমিফাইনালিস্ট। আট বছর আগে সবশেষ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেই চ্যাম্পিয়ন দলের নেতৃত্বে ছিলেন সরফরাজ আহমেদ। এবার চ্যাম্পিয়নস ট্রফির চার সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেন তিনি। চার দলের নাম বললেও বাকি চার দলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন এই ক্রিকেটার। সরফরাজ বলেন, ‘‘যদি আমাকে সেমিফাইনালের জন্য চার দলকে বেছে নিতে বলা হয়, তাহলে আমি পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে এই তালিকায় রাখবো। কিন্তু অন্য কোনও দলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।’’ আফগানিস্তানকে নিয়ে আলাদাভাবে সরফরাজ বলেন, ‘‘যে কোনও দল এটা জিততে পারে। আমি বিশ্বাস করি আফগানিস্তানের ভালো একটা দল আছে। ভালো কয়েকজন স্পিনার তাদের আছে, এই ধরনের কন্ডিশনে জিততে হলে সেটা আপনার প্রয়োজন হবে।’’ অনেক বছর পর ঘরের মাঠে কোন আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। গত আসরের চ্যাম্পিয়নের পাশাপাশি স্বাগতিক হিসেবে ভক্ত-সমর্থকদের আশা স্বাভাবিকভাবেই বেশি থাকবে বলে। এজন্য পাকিস্তান কিছুটা চাপে থাকবে বলে মনে করেন সরফরাজ, তিনি বলেন, ‘‘ঘরের মাঠে খেলা, বর্তমান চ্যাম্পিয়নও। এসব তাদের অবশ্যই চাপে রাখবে। অনেক প্রত্যাশা থাকতে তাদের নিয়ে। ভক্তরাও পাশে থাকছে।’’ আগামীকাল বুধবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এরপর দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স