ঢাকা ১২:১০:২৩ এএম, শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা নতুন মোড় নিলো দিয়েগো জোতার মৃত্যু নেইমারের গোলে ফেরোভিয়ারিয়ার বিপক্ষে জয় পেলো সান্তোস শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল বন্যা তোমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল : লারা রুটের ব্যাটে ভর করে লড়ছে ইংল্যান্ড ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন ক্যাম্ফার বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা শ্বাসরুদ্ধকর ম্যাচে গায়ানার সাথে জয় পেলো রংপুর ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে নেই শাপলা বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা

কিংসের অপেক্ষা ফুরানোর পালা

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৪ ০৮:৪৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৪ ০৮:৪৪:০০ অপরাহ্ন
কিংসের অপেক্ষা ফুরানোর পালা কিংসের অপেক্ষা ফুরানোর পালা

স্পোর্টস ডেস্ক
আবির্ভাবের পর থেকেই বসুন্ধরা কিংস অপ্রতিরোধ্যমাঠ কিংবা মাঠের বাইরে, পেশাদার লিগের অন্য ক্লাবগুলো ছুঁতে পারছে না কিংসকেসেরা নৈপুণ্যে নিজেদের নিয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরেতাতে মিলছে একের পর এক সাফল্যকিন্তু অধরা হয়ে আছে ঘরোয়া শিরোপার মর্যাদার ট্রেবলজয় করাএক মৌসুমে কখনোই প্রিমিয়ার লিগ, স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের শিরোপা ঘরে তোলা হয়নি কিংসের
এবার সেই অপেক্ষা ঘোচানোর পালা তাদেরস্বাধীনতা কাপের পর প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের করে এখন ফেডারেশন কাপ ঘিরে সব মনোযোগ বসুন্ধরা কিংসেরআজ মঙ্গলবার ফেড কাপের সেমিফাইনালে কিংসের প্রতিপক্ষ আবাহনীফাইনালে যেতে পারলে তাদের প্রতিপক্ষ হবে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান।  ২০১৮ সালে শীর্ষ ফুটবলে উঠে আসার পর প্রথম টুর্নামেন্টে ফেডারেশন কাপের ফাইনালে খেললেও রানার্স-আপ হতে হয় কিংসকেফাইনালে হেরে যায় আবাহনীর কাছেতবে মৌসুমের বাকি দুই প্রতিযোগিতায় বাজিমাত করে দলটিস্বাধীনতা কাপের ফাইনালে শেখ রাসেলকে হারিয়ে শিরোপা জিতে নেয় অস্কার ব্রুজোনের দলআর আধিপত্য দেখিয়ে প্রথম লিগ শিরোপা ঘরে তোলে
পরের মৌসুমে শুধু ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংসকরোনার কারণে লিগ বাতিল ঘোষণা করা হয়২০২০-২১ মৌসুমে লিগের পাশাপাশি ফেডারেশন কাপের শিরোপা জিতে কিংসএবার স্বাধীনতা কাপ মাঠে গড়ায়নিপরের বছর স্বাধীনতা কাপে রানার্স আপ হলেও ফেড কাপ থেকে নাম প্রত্যাহার করে নেয়লিগে অবশ্য দাপট ছিল কিংসেরই, জয় করে হ্যাটট্রিক লিগ শিরোপাগত মৌসুমে স্বাধীনতা কাপ জিতে মৌসুম শুরু করা কিংস লিগ শিরোপাও জিতে নেয়
তবে আটকে যায় ফেডারেশন কাপেবিদায় নেয় সেমিফাইনাল থেকেঅপেক্ষা ফুরিয়ে এবার তাই ট্রেবল জয়ের উৎসব করতে চায় কিংসতবে কাজটা যে সহজ নয় সে কথা মনে করিয়ে দিলেন কিংস কোচ অস্কার ব্রুজোন,’ম্যাচের পর ম্যাচ চেষ্টা করে যেতে হবেদলের পরিশ্রম, ত্যাগ, ধৈর্য এবং একতার ফল হিসেবে আমরা ট্রেবল জিততে পারিকিন্তু এই পথ সহজ নয়
বড় দুটি দলকে হারিয়ে তা করতে হবে আমাদেরদেশের ফুটবল পেশাদার যুগে পা দেওয়ার পর একটি ক্লাবেরই ট্রেবল জয়ের কীর্তি আছে২০১২-১৩ মৌসুমে মারুফুল হকের অধীনে ঘরোয়া ফুটবলের তিনটি শিরোপাই জিতেছিল শেখ রাসেল ক্রীড়া চক্রদ্বিতীয় ক্লাব হিসেবে এই কীর্তিতে নাম লেখাতে হলে কিংসকে জিততে হবে আর দুটি ম্যাচ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য