কিংসের অপেক্ষা ফুরানোর পালা

আপলোড সময় : ১৩-০৫-২০২৪ ০৮:৪৪:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৪ ০৮:৪৪:০০ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক
আবির্ভাবের পর থেকেই বসুন্ধরা কিংস অপ্রতিরোধ্য। মাঠ কিংবা মাঠের বাইরে, পেশাদার লিগের অন্য ক্লাবগুলো ছুঁতে পারছে না কিংসকে। সেরা নৈপুণ্যে নিজেদের নিয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তাতে মিলছে একের পর এক সাফল্য। কিন্তু অধরা হয়ে আছে ঘরোয়া শিরোপার মর্যাদার ‘ট্রেবল’ জয় করা। এক মৌসুমে কখনোই প্রিমিয়ার লিগ, স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের শিরোপা ঘরে তোলা হয়নি কিংসের।
এবার সেই অপেক্ষা ঘোচানোর পালা তাদের। স্বাধীনতা কাপের পর প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের করে এখন ফেডারেশন কাপ ঘিরে সব মনোযোগ বসুন্ধরা কিংসের। আজ মঙ্গলবার ফেড কাপের সেমিফাইনালে কিংসের প্রতিপক্ষ আবাহনী। ফাইনালে যেতে পারলে তাদের প্রতিপক্ষ হবে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান।  ২০১৮ সালে শীর্ষ ফুটবলে উঠে আসার পর প্রথম টুর্নামেন্টে ফেডারেশন কাপের ফাইনালে খেললেও রানার্স-আপ হতে হয় কিংসকে। ফাইনালে হেরে যায় আবাহনীর কাছে। তবে মৌসুমের বাকি দুই প্রতিযোগিতায় বাজিমাত করে দলটি। স্বাধীনতা কাপের ফাইনালে শেখ রাসেলকে হারিয়ে শিরোপা জিতে নেয় অস্কার ব্রুজোনের দল। আর আধিপত্য দেখিয়ে প্রথম লিগ শিরোপা ঘরে তোলে।
পরের মৌসুমে শুধু ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস। করোনার কারণে লিগ বাতিল ঘোষণা করা হয়। ২০২০-২১ মৌসুমে লিগের পাশাপাশি ফেডারেশন কাপের শিরোপা জিতে কিংস। এবার স্বাধীনতা কাপ মাঠে গড়ায়নি। পরের বছর স্বাধীনতা কাপে রানার্স আপ হলেও ফেড কাপ থেকে নাম প্রত্যাহার করে নেয়। লিগে অবশ্য দাপট ছিল কিংসেরই, জয় করে হ্যাটট্রিক লিগ শিরোপা। গত মৌসুমে স্বাধীনতা কাপ জিতে মৌসুম শুরু করা কিংস লিগ শিরোপাও জিতে নেয়।
তবে আটকে যায় ফেডারেশন কাপে। বিদায় নেয় সেমিফাইনাল থেকে। অপেক্ষা ফুরিয়ে এবার তাই ট্রেবল জয়ের উৎসব করতে চায় কিংস। তবে কাজটা যে সহজ নয় সে কথা মনে করিয়ে দিলেন কিংস কোচ অস্কার ব্রুজোন,’ম্যাচের পর ম্যাচ চেষ্টা করে যেতে হবে। দলের পরিশ্রম, ত্যাগ, ধৈর্য এবং একতার ফল হিসেবে আমরা ট্রেবল জিততে পারি। কিন্তু এই পথ সহজ নয়।
বড় দুটি দলকে হারিয়ে তা করতে হবে আমাদের। দেশের ফুটবল পেশাদার যুগে পা দেওয়ার পর একটি ক্লাবেরই ট্রেবল জয়ের কীর্তি আছে। ২০১২-১৩ মৌসুমে মারুফুল হকের অধীনে ঘরোয়া ফুটবলের তিনটি শিরোপাই জিতেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। দ্বিতীয় ক্লাব হিসেবে এই কীর্তিতে নাম লেখাতে হলে কিংসকে জিততে হবে আর দুটি ম্যাচ।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net