ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’ সাইমন টোফেলকে নিয়োগ দিলো বিসিবি কর্মশালার মাধ্যমে জাপানিজ ভাষা শিক্ষা দিচ্ছে আর আর গ্রুপ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে নুর ভালো আছেন তবে ব্যথা আছে -ঢামেক পরিচালক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ফের রাজনীতিতে বাড়ছে উত্তাপ হলে রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহার চায় বাম ছাত্রসংগঠনগুলো পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার ‘বাঘ’ আসতে বাধা কোথায় ১২৩ সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা চবিতে সংঘর্ষে আহত দেড় শতাধিক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি

১০ দিনের জন্য আন্দোলন স্থগিত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৪:২৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৪:২৭:৫১ অপরাহ্ন
১০ দিনের জন্য আন্দোলন স্থগিত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের
প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমেদের আশ্বাসে ১০ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। ১০ দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। গতকাল সোমবার দুপুর ২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘুরে এসে প্রতিনিধি দলের সদস্য খালেদ সাইফুল্লাহ এ কথা জানান। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমেদ কথা বলেছেন। সেখানে আমাদের মৌলিক যে পাঁচটা দাবি, তা নিয়ে কথা হয়েছে। যেহেতু প্রধান উপদেষ্টা আগামী ১২ ফেব্রুয়ারি আরব আমিরাত যাবেন, সেজন্য আমাদের দাবিগুলো নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন এবং নোট আকারে প্রধান উপদেষ্টাকে দেবেন বলে জানিয়েছেন। যাতে তিনি আমিরাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারেন। খালেদ সাইফুল্লাহ আরও বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কোনও কর্মকর্তা আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলছেন না, তা নিয়ে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন। প্রয়োজন হলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও নির্দেশনা দেওয়া হবে। যেহেতু তারা আমাদের কাছ থেকে সময় নিয়েছেন, তাই আমরা আগামী ১০ দিন আন্দোলন স্থগিত রাখছি। এর মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে আমরা সবার সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করবো। এর আগে গতকাল সোমবার দুপুর ১২টায় জুলাই আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ও অন্য দেশ থেকে ফেরত আসা প্রবাসীদের ছয় জন প্রতিনিধি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যান। রমনা জোনের পুলিশ সদস্যরা তাদের প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় নিয়ে যান। প্রবাসীদের প্রতিনিধি দলে ছিলেন– খালেদ সাইফুল্লাহ, মীর রাজিব, মিজানুর রহমান, ইয়াসিন অপূর্ব, নাঈম ও মাইনুদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স