১০ দিনের জন্য আন্দোলন স্থগিত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের

আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৪:২৭:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৪:২৭:৫১ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমেদের আশ্বাসে ১০ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। ১০ দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। গতকাল সোমবার দুপুর ২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘুরে এসে প্রতিনিধি দলের সদস্য খালেদ সাইফুল্লাহ এ কথা জানান। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমেদ কথা বলেছেন। সেখানে আমাদের মৌলিক যে পাঁচটা দাবি, তা নিয়ে কথা হয়েছে। যেহেতু প্রধান উপদেষ্টা আগামী ১২ ফেব্রুয়ারি আরব আমিরাত যাবেন, সেজন্য আমাদের দাবিগুলো নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন এবং নোট আকারে প্রধান উপদেষ্টাকে দেবেন বলে জানিয়েছেন। যাতে তিনি আমিরাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারেন। খালেদ সাইফুল্লাহ আরও বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কোনও কর্মকর্তা আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলছেন না, তা নিয়ে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন। প্রয়োজন হলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও নির্দেশনা দেওয়া হবে। যেহেতু তারা আমাদের কাছ থেকে সময় নিয়েছেন, তাই আমরা আগামী ১০ দিন আন্দোলন স্থগিত রাখছি। এর মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে আমরা সবার সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করবো। এর আগে গতকাল সোমবার দুপুর ১২টায় জুলাই আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ও অন্য দেশ থেকে ফেরত আসা প্রবাসীদের ছয় জন প্রতিনিধি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যান। রমনা জোনের পুলিশ সদস্যরা তাদের প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় নিয়ে যান। প্রবাসীদের প্রতিনিধি দলে ছিলেন– খালেদ সাইফুল্লাহ, মীর রাজিব, মিজানুর রহমান, ইয়াসিন অপূর্ব, নাঈম ও মাইনুদ্দিন।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net