ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা নতুন মোড় নিলো দিয়েগো জোতার মৃত্যু নেইমারের গোলে ফেরোভিয়ারিয়ার বিপক্ষে জয় পেলো সান্তোস শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল বন্যা তোমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল : লারা রুটের ব্যাটে ভর করে লড়ছে ইংল্যান্ড ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন ক্যাম্ফার বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা শ্বাসরুদ্ধকর ম্যাচে গায়ানার সাথে জয় পেলো রংপুর ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে নেই শাপলা বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা

এফএ কাপে বড় অঘটন, লিভারপুলের বিদায়

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৭:৪৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৭:৪৪:১৪ অপরাহ্ন
এফএ কাপে বড় অঘটন, লিভারপুলের বিদায়
এফএ কাপে বড় অঘটনের জন্ম দিলো ২৪ দলের চ্যাম্পিয়নশিপের তলানিতে থাকা প্লিমাউথ আর্গাইল। গত রোববার রাতে টুর্নামেন্টে চতুর্থ রাউন্ডে তারা ১-০ গোলে লিভারপুলকে হারিয়ে বিদায় করে দিয়েছে। হার্ভি এলিয়টের হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে রায়ান হার্ডির ৫৩তম মিনিটের গোলই নির্ধারক হয়ে ওঠে, ফলে আর্নে স্লটের দল এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চতুর্থবারের মতো পরাজিত হলো। স্লট এই ম্যাচে তার অনেক তারকাকে বিশ্রাম দিয়েছিলেন। মোহামেদ সালাহ এবং কোডি গাকপো ম্যাচডে স্কোয়াডে ছিলেন না এবং এর খেসারত দিতে হয়েছে তাকে। এই জয়ে প্লিমাউথ তাদের ইতিহাসের অন্যতম সেরা সাফল্য অর্জন করেছে এবং একই সঙ্গে লিভারপুলের নজিরবিহীন কোয়াড্রুপল বা চারটি শিরোপা জয়ের স্বপ্ন শেষ করে দিয়েছে। গোলকিপার কনর হ্যাজার্ড ও সেন্টার-ব্যাক নিকোলা কাটিচ প্লিমাউথের রক্ষণভাগের প্রধান স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে, হ্যাজার্ড দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে একাধিক অসাধারণ সেভ করে হোম পার্কের দর্শকদের মনে আজীবন গেঁথে থাকার মতো মুহূর্ত উপহার দিয়েছেন। প্রিমিয়ার লিগের শীর্ষস্থানীয় দল লিভারপুল প্রথমার্ধে একেবারেই ছন্দহীন ছিল এবং মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল। তারা তখনই আরও বিপদে পড়ে, যখন ডিফেন্ডার জো গোমেজ চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। পিছিয়ে পড়ার পর লিভারপুল গতি বাড়ানোর চেষ্টা করলেও হ্যাজার্ড ছিলেন অপ্রতিরোধ্য। তিনি দিওগো জোতার দুর্দান্ত ভলি এবং ডারউইন নুনিয়েজের হেড অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন, যার ফলে প্লিমাউথ ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য