এফএ কাপে বড় অঘটন, লিভারপুলের বিদায়

আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৭:৪৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৭:৪৪:১৪ অপরাহ্ন
এফএ কাপে বড় অঘটনের জন্ম দিলো ২৪ দলের চ্যাম্পিয়নশিপের তলানিতে থাকা প্লিমাউথ আর্গাইল। গত রোববার রাতে টুর্নামেন্টে চতুর্থ রাউন্ডে তারা ১-০ গোলে লিভারপুলকে হারিয়ে বিদায় করে দিয়েছে। হার্ভি এলিয়টের হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে রায়ান হার্ডির ৫৩তম মিনিটের গোলই নির্ধারক হয়ে ওঠে, ফলে আর্নে স্লটের দল এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চতুর্থবারের মতো পরাজিত হলো। স্লট এই ম্যাচে তার অনেক তারকাকে বিশ্রাম দিয়েছিলেন। মোহামেদ সালাহ এবং কোডি গাকপো ম্যাচডে স্কোয়াডে ছিলেন না এবং এর খেসারত দিতে হয়েছে তাকে। এই জয়ে প্লিমাউথ তাদের ইতিহাসের অন্যতম সেরা সাফল্য অর্জন করেছে এবং একই সঙ্গে লিভারপুলের নজিরবিহীন কোয়াড্রুপল বা চারটি শিরোপা জয়ের স্বপ্ন শেষ করে দিয়েছে। গোলকিপার কনর হ্যাজার্ড ও সেন্টার-ব্যাক নিকোলা কাটিচ প্লিমাউথের রক্ষণভাগের প্রধান স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে, হ্যাজার্ড দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে একাধিক অসাধারণ সেভ করে হোম পার্কের দর্শকদের মনে আজীবন গেঁথে থাকার মতো মুহূর্ত উপহার দিয়েছেন। প্রিমিয়ার লিগের শীর্ষস্থানীয় দল লিভারপুল প্রথমার্ধে একেবারেই ছন্দহীন ছিল এবং মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল। তারা তখনই আরও বিপদে পড়ে, যখন ডিফেন্ডার জো গোমেজ চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। পিছিয়ে পড়ার পর লিভারপুল গতি বাড়ানোর চেষ্টা করলেও হ্যাজার্ড ছিলেন অপ্রতিরোধ্য। তিনি দিওগো জোতার দুর্দান্ত ভলি এবং ডারউইন নুনিয়েজের হেড অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন, যার ফলে প্লিমাউথ ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয়।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net