ঢাকা ১০:১১:৪৭ এএম, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে পাহাড়ে বেড়াতে গিয়ে দুই তরুণের মৃত্যু তরুণরা আর কোনো আধিপত্য মেনে নেবে না : নাহিদ শ্রীপুরে ফিল্মি স্টাইলে এক স্কুলছাত্রকে অপহরণ পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীনের মুখে পাবনার নাজিরগঞ্জ ফেরিঘাট টানা বৃষ্টিতে রাজধানী জুড়ে জলাবদ্ধতা অবশেষে মামলা নিয়ে মুখ খুললেন যশ দয়াল ফাঁস হলো আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি! ফ্লুমিনেন্সকে কাঁদিয়ে ফাইনালে চেলসি ইনজুরিতে টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা টিভি স্বত্ব বিক্রি করতে পারছে না বিসিবি টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় আজ মাঠে নামবে টাইগাররা বৈষম্য নিরসনে ৮ দফা বড়ুয়া জনগোষ্ঠীর অব্যাহতি বেআইনি চুন্নু এখনো মহাসচিব-আনিসুল নওগাঁর পোরশায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইউপি মেম্বার মৃত্যু ৬ দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ কয়েকটি সংশোধনী অবৈধ ঘোষণার রায় প্রকাশ রাজধানীতে মহা-শোডাউনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপোতে সংঘবদ্ধ সিন্ডিকেট ১১৯ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজ জয়

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৭:৪৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৭:৪৩:১৬ অপরাহ্ন
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজ জয়
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দারুণ প্রস্তুতি সারলো ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো রোহিত শর্মার দল। রোহিতই এই ম্যাচে জয়ের নায়ক। ৩০৫ রান তাড়ায় দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান ভারতীয় অধিনায়ক। ভারত ম্যাচ জেতে ৪ উইকেট আর ৩৩ বল হাতে রেখে। বড় রান তাড়ায় দলকে জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার রোহিত শর্মা আর শুভমান গিল। ১০০ বলের উদ্বোধনী জুটিতে ১৩৬ রান তোলেন তারা। ৫২ বলে ৬০ করে সাজঘরে ফেরেন গিল। বিরাট কোহলিও ৫ রানের বেশি করতে পারেননি। তবে মারকুটে খেলা চালিয়ে যান রোহিত। ছক্কা হাঁকিয়ে ৭৬ বলেই সেঞ্চুরি পূরণ করেন ভারতীয় অধিনায়ক। অবশেষে রোহিত-ঝড় থামান লিয়াম লিভিংস্টোন, মিডউইকেটে দৌড়ের মধ্যেই দুর্দান্ত এক ক্যাচ নেন আদিল রশিদ। ৯০ বলে ১২ বাউন্ডারি আর ৭ ছক্কায় ১১৯ রান আসে রোহিতের ব্যাট থেকে। চতুর্থ উইকেটে অক্ষর প্যাটেল আর শ্রেয়াস আয়ার ৩৮ রানের জুটি গড়েন। এই জুটিটা ভাঙে অক্ষরের সঙ্গে শ্রেয়াসের ভুল বোঝাবুঝিতে। হাফসেঞ্চুরির কাছে এসে (৪৪ রানে) ফেরেন শ্রেয়াস। লোকেশ রাহুল আর হার্দিক পান্ডিয়া সমান ১০ রান করে আউট হন। তবে অক্ষর ৪১ আর রবীন্দ্র জাদেজা ১১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। এর আগে ইংল্যান্ডের প্রথম ছয় ব্যাটারের সবাই রান পেলেন। কিন্তু সেঞ্চুরি করতে পারলেন না কেউই। ৪৯.৫ ওভারে ৩০৪ রানে অলআউট হয় ইংলিশরা। কাটাকে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। প্রথম ১০ ওভারের পাওয়ার প্লেতে বিনা উইকেটে তোলে ৭৫ রান। পরের ওভারেই ফিল সল্ট আউট হন ২৬ করে। ৮১ রানের উদ্বোধনী জুটি ভাঙে। আরেক ওপেনার বেন ডাকেট ঝোড়ো গতিতে ৫৬ বলে ৬৫ করেন। ওয়ান ডাউনে জো রুট ৭২ বলে করেন ৬৯। এরপর হ্যারি ব্রুক ৩১, জস বাটলার ৩৪ করে সাজঘরে ফেরেন। লিয়াম লিভিংস্টোন ৩২ বলে ৪১ রানের ক্যামিওতে দলকে ৩০৪ রানে পৌঁছে দেন। ভারতের রবীন্দ্র জাদেজা ৩৫ রানে শিকার করেন ৩টি উইকেট।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স