ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজ জয়

আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৭:৪৩:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৭:৪৩:১৬ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দারুণ প্রস্তুতি সারলো ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো রোহিত শর্মার দল। রোহিতই এই ম্যাচে জয়ের নায়ক। ৩০৫ রান তাড়ায় দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান ভারতীয় অধিনায়ক। ভারত ম্যাচ জেতে ৪ উইকেট আর ৩৩ বল হাতে রেখে। বড় রান তাড়ায় দলকে জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার রোহিত শর্মা আর শুভমান গিল। ১০০ বলের উদ্বোধনী জুটিতে ১৩৬ রান তোলেন তারা। ৫২ বলে ৬০ করে সাজঘরে ফেরেন গিল। বিরাট কোহলিও ৫ রানের বেশি করতে পারেননি। তবে মারকুটে খেলা চালিয়ে যান রোহিত। ছক্কা হাঁকিয়ে ৭৬ বলেই সেঞ্চুরি পূরণ করেন ভারতীয় অধিনায়ক। অবশেষে রোহিত-ঝড় থামান লিয়াম লিভিংস্টোন, মিডউইকেটে দৌড়ের মধ্যেই দুর্দান্ত এক ক্যাচ নেন আদিল রশিদ। ৯০ বলে ১২ বাউন্ডারি আর ৭ ছক্কায় ১১৯ রান আসে রোহিতের ব্যাট থেকে। চতুর্থ উইকেটে অক্ষর প্যাটেল আর শ্রেয়াস আয়ার ৩৮ রানের জুটি গড়েন। এই জুটিটা ভাঙে অক্ষরের সঙ্গে শ্রেয়াসের ভুল বোঝাবুঝিতে। হাফসেঞ্চুরির কাছে এসে (৪৪ রানে) ফেরেন শ্রেয়াস। লোকেশ রাহুল আর হার্দিক পান্ডিয়া সমান ১০ রান করে আউট হন। তবে অক্ষর ৪১ আর রবীন্দ্র জাদেজা ১১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। এর আগে ইংল্যান্ডের প্রথম ছয় ব্যাটারের সবাই রান পেলেন। কিন্তু সেঞ্চুরি করতে পারলেন না কেউই। ৪৯.৫ ওভারে ৩০৪ রানে অলআউট হয় ইংলিশরা। কাটাকে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। প্রথম ১০ ওভারের পাওয়ার প্লেতে বিনা উইকেটে তোলে ৭৫ রান। পরের ওভারেই ফিল সল্ট আউট হন ২৬ করে। ৮১ রানের উদ্বোধনী জুটি ভাঙে। আরেক ওপেনার বেন ডাকেট ঝোড়ো গতিতে ৫৬ বলে ৬৫ করেন। ওয়ান ডাউনে জো রুট ৭২ বলে করেন ৬৯। এরপর হ্যারি ব্রুক ৩১, জস বাটলার ৩৪ করে সাজঘরে ফেরেন। লিয়াম লিভিংস্টোন ৩২ বলে ৪১ রানের ক্যামিওতে দলকে ৩০৪ রানে পৌঁছে দেন। ভারতের রবীন্দ্র জাদেজা ৩৫ রানে শিকার করেন ৩টি উইকেট।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net