ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
একটি দল সম্পর্কে লিখছেন না, সাংবাদিকদের মির্জা আব্বাস আবারও শাহরুখ-মাধুরী জুটিকে দেখতে চায় দর্শক! সমালোচনার জবাব দিলেন প্যারিস জ্যাকসন মারা গেলেন ব্রিটিশ তারকা সাইমন ফিশার ইন্ডাস্ট্রিকে থেকে তারা আমাকে সরিয়ে দিতে চেয়েছিল : গোবিন্দ ইফতারে যোগ দিয়ে তোপের মুখে বিজয় এবার ভারতীয় সিনেমায় দেখা যাবে হানিয়া আমিরকে ভারতের ফিল্মফেয়ারে মনোনীত হলেন বাংলাদেশি তিন তারকা ওমরাহ হজ পালন করতে মক্কায় বর্ষা উত্তোলন করা হলো তানজিন তিশার সহকারীর লাশ শ্রীপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, যুবক আটক অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে ঐকমত্য কমিশন আসামিদের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা মধ্যরাতে আদালতে চার আসামি রিমান্ড মঞ্জুর পাচারকৃত টাকা ফেরাতে আগামী সপ্তাহে নতুন আইন -প্রেস সচিব সাবেক ৬৪ সচিবের তথ্য উপাত্ত সংগ্রহ করে যাচাই করবে সরকার চোখের পাতা নেড়েছে সেই শিশুটি নিরাপত্তায় কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার করারোপের আগে বাজার প্রভাব বিশ্লেষণ চান ব্যবসায়ীরা

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজ জয়

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৭:৪৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৭:৪৩:১৬ অপরাহ্ন
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজ জয়
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দারুণ প্রস্তুতি সারলো ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো রোহিত শর্মার দল। রোহিতই এই ম্যাচে জয়ের নায়ক। ৩০৫ রান তাড়ায় দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান ভারতীয় অধিনায়ক। ভারত ম্যাচ জেতে ৪ উইকেট আর ৩৩ বল হাতে রেখে। বড় রান তাড়ায় দলকে জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার রোহিত শর্মা আর শুভমান গিল। ১০০ বলের উদ্বোধনী জুটিতে ১৩৬ রান তোলেন তারা। ৫২ বলে ৬০ করে সাজঘরে ফেরেন গিল। বিরাট কোহলিও ৫ রানের বেশি করতে পারেননি। তবে মারকুটে খেলা চালিয়ে যান রোহিত। ছক্কা হাঁকিয়ে ৭৬ বলেই সেঞ্চুরি পূরণ করেন ভারতীয় অধিনায়ক। অবশেষে রোহিত-ঝড় থামান লিয়াম লিভিংস্টোন, মিডউইকেটে দৌড়ের মধ্যেই দুর্দান্ত এক ক্যাচ নেন আদিল রশিদ। ৯০ বলে ১২ বাউন্ডারি আর ৭ ছক্কায় ১১৯ রান আসে রোহিতের ব্যাট থেকে। চতুর্থ উইকেটে অক্ষর প্যাটেল আর শ্রেয়াস আয়ার ৩৮ রানের জুটি গড়েন। এই জুটিটা ভাঙে অক্ষরের সঙ্গে শ্রেয়াসের ভুল বোঝাবুঝিতে। হাফসেঞ্চুরির কাছে এসে (৪৪ রানে) ফেরেন শ্রেয়াস। লোকেশ রাহুল আর হার্দিক পান্ডিয়া সমান ১০ রান করে আউট হন। তবে অক্ষর ৪১ আর রবীন্দ্র জাদেজা ১১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। এর আগে ইংল্যান্ডের প্রথম ছয় ব্যাটারের সবাই রান পেলেন। কিন্তু সেঞ্চুরি করতে পারলেন না কেউই। ৪৯.৫ ওভারে ৩০৪ রানে অলআউট হয় ইংলিশরা। কাটাকে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। প্রথম ১০ ওভারের পাওয়ার প্লেতে বিনা উইকেটে তোলে ৭৫ রান। পরের ওভারেই ফিল সল্ট আউট হন ২৬ করে। ৮১ রানের উদ্বোধনী জুটি ভাঙে। আরেক ওপেনার বেন ডাকেট ঝোড়ো গতিতে ৫৬ বলে ৬৫ করেন। ওয়ান ডাউনে জো রুট ৭২ বলে করেন ৬৯। এরপর হ্যারি ব্রুক ৩১, জস বাটলার ৩৪ করে সাজঘরে ফেরেন। লিয়াম লিভিংস্টোন ৩২ বলে ৪১ রানের ক্যামিওতে দলকে ৩০৪ রানে পৌঁছে দেন। ভারতের রবীন্দ্র জাদেজা ৩৫ রানে শিকার করেন ৩টি উইকেট।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স