ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আপনি বললেই তো নির্বাচন হবে না এক কোটি বিশ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি বরাদ্দ গিলে খেয়েছেন প্রধান শিক্ষক ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় জাগরণ চান বিশিষ্টজনরা বিমান কর্মচারী ফয়েজ চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঢাকা-১৬ আসনে নতুন ৪ ওয়ার্ড সংযুক্তির আবেদন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর গ্রেফতার গাইবান্ধায় রাতের আঁধারে দুর্গা প্রতিমায় আগুন ভাইরাল বাবার ভালোবাসায় কাঁদছে-হাসছে অনেকে রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় দু’জন আহত জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়কÑ রিজভী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া

বিপিজেএর সভাপতি মহসীন সম্পাদক বাবুল

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ১০:২৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ১০:২৩:৪৫ অপরাহ্ন
বিপিজেএর সভাপতি মহসীন সম্পাদক বাবুল বিপিজেএর সভাপতি একেএম মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সিনিয়র ফটো সাংবাদিক ও এন টিভির ডিরেক্টর নুরুদ্দিন আহমেদ, শফিউদ্দিন আহমেদ বিটু ও দৈনিক জনতার চীফ ফটো সাংবাদিক মো. আব্দুল হালিম
মো. আব্দুল হালিম
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের (বিপিজেএ) ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন গত শনিবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির নিজ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে সভাপতি পদে একেএম মহসীন ও সাধারণ সম্পাদক পদে বাবুল তালুকদার নির্বাচিত হন। গত শনিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন’(ডিইউজে)র সভাপতি ও নির্বাচন কমিশনার শহিদুল ইসলাম। ১৫ সদস্যের কমিটিতে সহ-সভাপতি পদে মশিউর রহমান সুমন ও মোহাম্মদ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পদে দেলোয়ার হোসেন বাদল ও জাহিদুল ইসলাম সজল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. সালেকুজ্জামান চৌধুরী রাজীব নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে নাসিম সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. সৌরভ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে এম খোকন সিকদার, দফতর সম্পাদক পদে ফরিদ উদ্দিন সিদ্দিকী। এছাড়া নির্বাহী পরিষদ সদস্যের চার পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে- শফিকুল আলম, মাহবুব হোসেন খান নবীন, মো. আমিনুল ইসলাম এবং কাজল হাজরা। 
এসোসিয়েশনে মোট ভোটার সংখ্যা ১৭২ জন। এরমধ্যে ভোট পড়েছে ১৬৩টি। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন-প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালেরকন্ঠের সম্পাদক হাসান হাফিজ, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সালেহ আকন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ