বিপিজেএর সভাপতি মহসীন সম্পাদক বাবুল

আপলোড সময় : ০৯-০২-২০২৫ ১০:২৩:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৫ ১০:২৩:৪৫ অপরাহ্ন
মো. আব্দুল হালিম
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের (বিপিজেএ) ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন গত শনিবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির নিজ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে সভাপতি পদে একেএম মহসীন ও সাধারণ সম্পাদক পদে বাবুল তালুকদার নির্বাচিত হন। গত শনিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন’(ডিইউজে)র সভাপতি ও নির্বাচন কমিশনার শহিদুল ইসলাম। ১৫ সদস্যের কমিটিতে সহ-সভাপতি পদে মশিউর রহমান সুমন ও মোহাম্মদ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পদে দেলোয়ার হোসেন বাদল ও জাহিদুল ইসলাম সজল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. সালেকুজ্জামান চৌধুরী রাজীব নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে নাসিম সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. সৌরভ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে এম খোকন সিকদার, দফতর সম্পাদক পদে ফরিদ উদ্দিন সিদ্দিকী। এছাড়া নির্বাহী পরিষদ সদস্যের চার পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে- শফিকুল আলম, মাহবুব হোসেন খান নবীন, মো. আমিনুল ইসলাম এবং কাজল হাজরা। 
এসোসিয়েশনে মোট ভোটার সংখ্যা ১৭২ জন। এরমধ্যে ভোট পড়েছে ১৬৩টি। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন-প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালেরকন্ঠের সম্পাদক হাসান হাফিজ, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সালেহ আকন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net