মো. আব্দুল হালিম
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের (বিপিজেএ) ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন গত শনিবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির নিজ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে সভাপতি পদে একেএম মহসীন ও সাধারণ সম্পাদক পদে বাবুল তালুকদার নির্বাচিত হন। গত শনিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন’(ডিইউজে)র সভাপতি ও নির্বাচন কমিশনার শহিদুল ইসলাম। ১৫ সদস্যের কমিটিতে সহ-সভাপতি পদে মশিউর রহমান সুমন ও মোহাম্মদ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পদে দেলোয়ার হোসেন বাদল ও জাহিদুল ইসলাম সজল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. সালেকুজ্জামান চৌধুরী রাজীব নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে নাসিম সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. সৌরভ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে এম খোকন সিকদার, দফতর সম্পাদক পদে ফরিদ উদ্দিন সিদ্দিকী। এছাড়া নির্বাহী পরিষদ সদস্যের চার পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে- শফিকুল আলম, মাহবুব হোসেন খান নবীন, মো. আমিনুল ইসলাম এবং কাজল হাজরা।
এসোসিয়েশনে মোট ভোটার সংখ্যা ১৭২ জন। এরমধ্যে ভোট পড়েছে ১৬৩টি। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন-প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালেরকন্ঠের সম্পাদক হাসান হাফিজ, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সালেহ আকন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

বিপিজেএর সভাপতি মহসীন সম্পাদক বাবুল


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ