ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফেনীতে ৩ সমন্বয়ককে পিটিয়ে আহত মেহেরপুরে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে নিহত ৩ পণ্যের নামে বিষ কিনে খাচ্ছেন মানুষ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন-দুদু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান ব্যবসায়ীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনে ইউজিসির নতুন নীতিমালা ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ তারেকের নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু শিল্পখাতে অশনি সংকেত ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা মূল্যস্ফীতির উদ্বেগ কাটেনি বাড়ি ভাড়া-চালের দামে অস্বস্তি একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেয়ার নির্দেশ শাহবাজ শরিফের পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো উসকানিমূলক

সৌদি পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ০৩:৪৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ০৩:৪৭:৪৯ অপরাহ্ন
সৌদি পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ
গাজীপুরের কালীগঞ্জ থানার দড়িসোম এলাকার বাসিন্দা মো. নাজমুল হক (৫৫) অভিযোগ করেছেন যে, দালাল মমিন ফকির তার ভাতিজা সোহেল রানা (২৩) কে সৌদি আরবে পাঠানোর কথা বলে।
৪ লক্ষ ৫০ হাজার টাকা নগদ ও পাসপোর্ট গ্রহণ করার পরও এক বছরের বেশি সময় ধরে তাকে বিদেশে পাঠাতে ব্যর্থ হয়েছে। গত ১৫ জুন, ২৪ তারিখে মমিন  ফকিরের বাড়িতে গিয়ে টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে মমিন  ফকির তাকে গালিগালাজ করে এবং ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় নাজমুল হক স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, দালাল মমিন ফকির ও তার দুই স্ত্রীর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, মমিন ফকির তিন বছর আগে সৌদি আরবে পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও তাদের বিদেশে পাঠায়নি। এতে অনেক পরিবার ঋণের বোঝায় নিঃস্ব হয়ে পড়েছেন। ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, মমিন ফকির ও তার স্ত্রীরা আওয়ামী লীগ নেতাদের সহায়তায় তাদেরকে হুমকি দিত এবং টাকা ফেরত দিতে অস্বীকার করত। গতকাল ৭ ফেব্রুয়ারি, জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগীরা মানববন্ধন করে দালাল চক্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ দালাল মমিন ফকিরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। ভুক্তভোগীরা তথ্য প্রযুক্তির ব্যবহার করে দালালকে গ্রেফতার এবং তাদের টাকা ফেরত দেয়ার দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের কাছে জানান, তারা যেন এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে প্রতারক দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তারা বলেন, এই প্রতারক দালালের স্থান জেলখানার চৌদ্দ শিকের মধ্যেই হওয়া উচিত। ভুক্তভোগীরা সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে দালাল মমিন ফকিরের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। এই ঘটনায় ভুক্তভোগীরা আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন, যদি দ্রুত ব্যবস্থা না নেয়া হয়, তাহলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স