ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা নতুন মোড় নিলো দিয়েগো জোতার মৃত্যু নেইমারের গোলে ফেরোভিয়ারিয়ার বিপক্ষে জয় পেলো সান্তোস শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল বন্যা তোমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল : লারা রুটের ব্যাটে ভর করে লড়ছে ইংল্যান্ড ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন ক্যাম্ফার বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা শ্বাসরুদ্ধকর ম্যাচে গায়ানার সাথে জয় পেলো রংপুর ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে নেই শাপলা বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা

সৌদি পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ০৩:৪৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ০৩:৪৭:৪৯ অপরাহ্ন
সৌদি পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ
গাজীপুরের কালীগঞ্জ থানার দড়িসোম এলাকার বাসিন্দা মো. নাজমুল হক (৫৫) অভিযোগ করেছেন যে, দালাল মমিন ফকির তার ভাতিজা সোহেল রানা (২৩) কে সৌদি আরবে পাঠানোর কথা বলে।
৪ লক্ষ ৫০ হাজার টাকা নগদ ও পাসপোর্ট গ্রহণ করার পরও এক বছরের বেশি সময় ধরে তাকে বিদেশে পাঠাতে ব্যর্থ হয়েছে। গত ১৫ জুন, ২৪ তারিখে মমিন  ফকিরের বাড়িতে গিয়ে টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে মমিন  ফকির তাকে গালিগালাজ করে এবং ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় নাজমুল হক স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, দালাল মমিন ফকির ও তার দুই স্ত্রীর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, মমিন ফকির তিন বছর আগে সৌদি আরবে পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও তাদের বিদেশে পাঠায়নি। এতে অনেক পরিবার ঋণের বোঝায় নিঃস্ব হয়ে পড়েছেন। ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, মমিন ফকির ও তার স্ত্রীরা আওয়ামী লীগ নেতাদের সহায়তায় তাদেরকে হুমকি দিত এবং টাকা ফেরত দিতে অস্বীকার করত। গতকাল ৭ ফেব্রুয়ারি, জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগীরা মানববন্ধন করে দালাল চক্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ দালাল মমিন ফকিরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। ভুক্তভোগীরা তথ্য প্রযুক্তির ব্যবহার করে দালালকে গ্রেফতার এবং তাদের টাকা ফেরত দেয়ার দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের কাছে জানান, তারা যেন এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে প্রতারক দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তারা বলেন, এই প্রতারক দালালের স্থান জেলখানার চৌদ্দ শিকের মধ্যেই হওয়া উচিত। ভুক্তভোগীরা সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে দালাল মমিন ফকিরের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। এই ঘটনায় ভুক্তভোগীরা আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন, যদি দ্রুত ব্যবস্থা না নেয়া হয়, তাহলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স