সৌদি পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ

আপলোড সময় : ০৮-০২-২০২৫ ০৩:৪৭:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০২-২০২৫ ০৩:৪৭:৪৯ অপরাহ্ন
গাজীপুরের কালীগঞ্জ থানার দড়িসোম এলাকার বাসিন্দা মো. নাজমুল হক (৫৫) অভিযোগ করেছেন যে, দালাল মমিন ফকির তার ভাতিজা সোহেল রানা (২৩) কে সৌদি আরবে পাঠানোর কথা বলে।
৪ লক্ষ ৫০ হাজার টাকা নগদ ও পাসপোর্ট গ্রহণ করার পরও এক বছরের বেশি সময় ধরে তাকে বিদেশে পাঠাতে ব্যর্থ হয়েছে। গত ১৫ জুন, ২৪ তারিখে মমিন  ফকিরের বাড়িতে গিয়ে টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে মমিন  ফকির তাকে গালিগালাজ করে এবং ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় নাজমুল হক স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, দালাল মমিন ফকির ও তার দুই স্ত্রীর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, মমিন ফকির তিন বছর আগে সৌদি আরবে পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও তাদের বিদেশে পাঠায়নি। এতে অনেক পরিবার ঋণের বোঝায় নিঃস্ব হয়ে পড়েছেন। ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, মমিন ফকির ও তার স্ত্রীরা আওয়ামী লীগ নেতাদের সহায়তায় তাদেরকে হুমকি দিত এবং টাকা ফেরত দিতে অস্বীকার করত। গতকাল ৭ ফেব্রুয়ারি, জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগীরা মানববন্ধন করে দালাল চক্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ দালাল মমিন ফকিরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। ভুক্তভোগীরা তথ্য প্রযুক্তির ব্যবহার করে দালালকে গ্রেফতার এবং তাদের টাকা ফেরত দেয়ার দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের কাছে জানান, তারা যেন এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে প্রতারক দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তারা বলেন, এই প্রতারক দালালের স্থান জেলখানার চৌদ্দ শিকের মধ্যেই হওয়া উচিত। ভুক্তভোগীরা সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে দালাল মমিন ফকিরের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। এই ঘটনায় ভুক্তভোগীরা আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন, যদি দ্রুত ব্যবস্থা না নেয়া হয়, তাহলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net