ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন-রিজভী লালমনিরহাটে বিয়ে করে ফেরার পথে বরের মৃত্যু পুঁজি রক্ষার আন্দোলনে বিনিয়োগকারীরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমাতে, একীভূতকরণে নজর দেয়ার সুপারিশ বিদেশি বিনিয়োগ কমেছে আরও কমার আশঙ্কা বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক সহকারী নিহত জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে দুই উপদেষ্টা রমজান মাসে গ্যাস বিদ্যুতের বড় সংকটের শঙ্কা বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে-নাহিদ ইসলাম লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে তিতুমীরের শিক্ষার্থীরা-স্বরাষ্ট্র উপদেষ্টা

স্ত্রী-ছেলের কাঁধে ভর দিয়ে হেঁটে হাসপাতালে যাচ্ছেন হৃদরোগী

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০২:১৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০২:১৬:১০ অপরাহ্ন
স্ত্রী-ছেলের কাঁধে ভর দিয়ে হেঁটে হাসপাতালে যাচ্ছেন হৃদরোগী
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে প্রতি মাসেই ছেলেকে রক্ত দিতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে যেতে হয় কাকলি বেগমকে। গতকাল রোববারও রওনা হয়েছিলেন কাকলি বেগম। কিন্তু হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর আগেই বাস থেকে নেমে হাঁটতে হয়েছে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছেলেকে নিয়ে আধ ঘণ্টার বেশি সময় হাঁটছেন এই মা। স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে হেঁটে যখন শ্যামলীর শিশু মেলা মোড়ে আসেন তখন এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় কাকলির। শিশু মেলার সামনে দুপুর থেকে অবস্থান করছে জুলাই গণ-অভ্যুত্থানে আহতেরা। বেলা সাড়ে ১১টার দিতে শিশুমেলা মোড়ের দুই পাশই তাঁরা আটকে দিয়েছেন। এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কাকলি বেগম ও তার পরিবারের মতো ভোগান্তিতে পড়েছেন আরিচা থেকে আসা লিটন মিয়া। তিনি হৃদ্?রোগে আক্রান্ত। বাস থেকে নেমে রিকশায় করে শিশু মেলা মোড় পর্যন্ত এসেছেন। বাকি পথ হেঁটে হাসপাতালে যাচ্ছেন। স্ত্রী ও ছেলের কাঁধে ভর দিয়ে হাঁটছিলেন এই হৃদ্?রোগের রোগী। গাবতলী থেকে যাত্রী নিয়ে শ্যামলী পরিবহনের একটি বাস সায়েদাবাদ যাচ্ছিল। বেলা ১১.২০ মিনিটে শিশুমেলায় এসে অবরোধে পড়ে। বাসের চালক সুরুজ মিয়ার সঙ্গে কথা হয় বেলা সোয়া একটার দিকে। তিনি বলেন, এই যাত্রীদের হেঁটেও কোথাও যাওয়ার উপায় নেই। মাত্র ৩০ সেকেন্ডের জন্য ধানমন্ডিতে অফিসগামী যাত্রী মো. মিজানুর রহমানের গাড়িটি আটকা পড়েছে। দুই ঘণ্টা ধরে তিনি একই জায়গায় আছেন। নিজের গাড়ি ছেড়ে কোথাও যাওয়ার উপায় নেই। কী করবেন জিজ্ঞেস করলে বলেন, ‘গড নোস’। সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আজ সকালে রাজধানীর আগারগাঁও ও দুপুরে মিরপুর সড়ক অবরোধ করেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত বেশ কয়েকজন। অবরোধকারীরা তাদের দাবি মেনে নিতে বিকেল ৪টা পর্যন্ত সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি না দিলে তারা সচিবালয়ের দিকে যাবেন বলে জানিয়েছেন। শনিবার সন্ধ্যা থেকে আহতেরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছে। চিকিৎসাসেবা ঠিকমতো পাচ্ছেন না-এমন অভিযোগ করে গতকাল রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভেতর বিক্ষোভ দেখান জুলাই গণ-অভ্যুত্থানে আহত এই ব্যক্তিরা। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে তারা বিক্ষোভ শুরু করেন। রাতেও বিক্ষোভ চলে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স