ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আপনি বললেই তো নির্বাচন হবে না এক কোটি বিশ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি বরাদ্দ গিলে খেয়েছেন প্রধান শিক্ষক ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় জাগরণ চান বিশিষ্টজনরা বিমান কর্মচারী ফয়েজ চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঢাকা-১৬ আসনে নতুন ৪ ওয়ার্ড সংযুক্তির আবেদন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর গ্রেফতার গাইবান্ধায় রাতের আঁধারে দুর্গা প্রতিমায় আগুন ভাইরাল বাবার ভালোবাসায় কাঁদছে-হাসছে অনেকে রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় দু’জন আহত জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়কÑ রিজভী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া
প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরি

লক্ষ্মীপুরে অহরহ বিক্রি হচ্ছে জাটকা ইলিশ

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৪ ১১:১৯:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৪ ১১:১৯:৪৬ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরে অহরহ বিক্রি হচ্ছে জাটকা ইলিশ লক্ষ্মীপুরে অহরহ বিক্রি হচ্ছে জাটকা ইলিশ
লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী
লক্ষ্মীপুরে অহরহ বিক্রি হচ্ছে ইলিশের পোনা জাটকাগত কয়েকদিন পূর্বে মেঘনা নদীতে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর পরই শুরু হয়েছে ইলিশের পোনা ধারার মহোৎসবযেন তদারকি করার কেউই নেই এমনি বলছে সচেতন মহল
জানা গেছে, গ্রামের বিভিন্ন পথে প্রান্তরে বিক্রি হচ্ছে ইলিশের পোনাছোট ইলিশ খেতে সুস্বাদু হওয়ায় ক্রেতাদের কাছে এর ব্যাপক চাহিদাও রয়েছেসাধারণত এই মাছকে চাপিলা বলে ডাকলেও এটা মূলত ইলিশের পোনামার্চ-এপ্রিল দু মাস নদীতে ইলিশ ধরা নিষেধাজ্ঞা ছিলোপ্রতি বছর মা ইলিশ মেঘনায় ডিম পাড়ার জন্য আসে এবং ডিম পেড়ে সাগরে চলে যায়এই ডিম বড় হয়ে বর্তমানে তিন থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত হয়েছেআর সেই সুযোগে অসাধু জেলেরা এই জাটকা চাপিলা মাছ ধরে বেপারীদের কাছে বিক্রি করেসেই মাছ রিক্সা ভ্যানে করে বেপারিরা বিক্রি করছে গ্রামের বিভিন্ন হাট বাজার, রাস্তা ঘাট, পাড়া মহল্লায়সরজমিনে ঘুরে এসে আমাদের এ প্রতিবেদক জানান লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার, রাখালিয়া বাজার, সর্দার বাড়িপাটোয়ারির রাস্তার মাথা, আলতাফ মাস্টার ঘাট সহ মেঘনা উপকূলীয় অঞ্চলে এই জাটকা ইলিশ বিক্রয় হচ্ছেতথ্য অনুযায়ী ইলিশের পোনা চাপিলা ধরার কারণে মূলত ভরা মৌসুমেও ইলিশ পাওয়া যাচ্ছে নাইলিশের বংশ বিস্তারে (চাপিলা) জাটকা  ইলিশ ধরা ও বিক্রি বন্ধ না হলে হয়তো যে পরিমান ইলিশ উৎপাদন হওয়ার কথা তা সম্ভব হবেনা।। যদিও মৎস অধিদফতর থেকে এই ইলিশের পোনা ধরা ও বিক্রির উপর নিষেধাজ্ঞা রয়েছেকিন্তু জেলেরা তা মানছেনাপ্রসাশনের চোখ ফাঁকি দিয়ে জেলেরা ইলিশের এই চাপিলা পোনা মেঘনা নদী থেকে ধরে গ্রামে গঞ্জে হাটে বাজারে বিক্রি করছেঅচিরেই ব্যবস্থা না নিলে লক্ষ্মীপুরের ইলিশ উৎপাদন  হ্রাস পাবে জণগনের মিটবেনা চাহিদা
এই বিষয়ে লক্ষীপুর জেলা মৎস কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, আমরা জাটকা ধরা ও বিক্রির উপর কঠোর নজরদারি রেখেছিকিছু অসাধু ব্যবসায়ী নদী থেকে গোপনে চাপিলা, জাটকা ধরে বিভিন্ন হাটে বাজারে বিক্রি করতে শুনেছিজাটকা ধরা ও বিক্রি রোধে প্রশাসনকে সাথে নিয়ে আমরা আরো কঠোর অবস্থানে যাবো


 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ