ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন ঢাকা মেডিকেলের আউটডোরে চিকিৎসা বন্ধ পোশাক রফতানিতে প্রবৃদ্ধির রেকর্ড ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ডাক্তার দেখাতে না পেরে রোগীদের বিক্ষোভ স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিমুখী চিকিৎসকদের পদযাত্রায় বাধা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিলো পুলিশ

শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট বিক্রি

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ১০:৩৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ১০:৩৩:১৫ অপরাহ্ন
শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট বিক্রি
স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের টিকিট বিক্রি হবে ম্যাচের মাত্র চার দিন আগে। আইসিসি বলছে, ৪ মার্চ নির্ধারিত প্রথম সেমিফাইনাল শেষ হওয়ার পরই ফাইনালের টিকিট বিক্রি হবে। ফাইনালের জন্য এত দেরীতে টিকিট ছাড়ার কারণে, টুর্নামেন্টের হাইব্রিড মডেল। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আট দলের টুর্নামেন্টের জন্য গত সোমবার টিকিট বিক্রির ঘোষণা দিয়ে, আইসিসি বলেছে ৪ মার্চ নির্ধারিত প্রথম সেমিফাইনালের পরে ফাইনালের টিকিট পাওয়া যাবে। ভারত শেষ চারে উঠুক বা না পারুক না কেন, প্রথম সেমিফাইনালের আয়োজন করবে দুবাই ইন্টারন্যাশনাল। ভারত ফাইনালে উঠলে সেটাও দুবাইয়ের মাঠেই হবে। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে, এবং ভারত যদি ফাইনালের টিকিট না পায়, সেক্ষেত্রে ফাইনাল ম্যাচ হবে লাহোরে। আট দলের ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আসর পাকিস্তানের করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর এবং দুবাই; এই চারটি ভেন্যুেত অনুষ্ঠিত হবে। পাকিস্তানে গ্রুপ পর্বের ম্যাচ হবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে। দুবাইয়ে ম্যাচের টিকিট বিক্রির কথা এখনও জানানো হয়নি। আজ সকাল থেকে গ্রুপ ম্যাচের টিকিট ও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের টিকিট বিক্রি হবে। বিক্রি করা হবে জেনারেল স্ট্যান্ডের টিকিট। যার মূল্য পাকিস্তানি রুপিতে ১০০০ ও ১৫০০। জানা গেছে, ১০টি ম্যাচের টিকিট বিক্রি করা হবে। সবটাই হবে অনলাইনে। তবে, ফাইনালের টিকেট পাওয়া যাবে ম্যাচের কেবল চার দিন আগে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য