শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট বিক্রি

আপলোড সময় : ২৮-০১-২০২৫ ১০:৩৩:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৫ ১০:৩৩:১৫ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের টিকিট বিক্রি হবে ম্যাচের মাত্র চার দিন আগে। আইসিসি বলছে, ৪ মার্চ নির্ধারিত প্রথম সেমিফাইনাল শেষ হওয়ার পরই ফাইনালের টিকিট বিক্রি হবে। ফাইনালের জন্য এত দেরীতে টিকিট ছাড়ার কারণে, টুর্নামেন্টের হাইব্রিড মডেল। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আট দলের টুর্নামেন্টের জন্য গত সোমবার টিকিট বিক্রির ঘোষণা দিয়ে, আইসিসি বলেছে ৪ মার্চ নির্ধারিত প্রথম সেমিফাইনালের পরে ফাইনালের টিকিট পাওয়া যাবে। ভারত শেষ চারে উঠুক বা না পারুক না কেন, প্রথম সেমিফাইনালের আয়োজন করবে দুবাই ইন্টারন্যাশনাল। ভারত ফাইনালে উঠলে সেটাও দুবাইয়ের মাঠেই হবে। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে, এবং ভারত যদি ফাইনালের টিকিট না পায়, সেক্ষেত্রে ফাইনাল ম্যাচ হবে লাহোরে। আট দলের ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আসর পাকিস্তানের করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর এবং দুবাই; এই চারটি ভেন্যুেত অনুষ্ঠিত হবে। পাকিস্তানে গ্রুপ পর্বের ম্যাচ হবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে। দুবাইয়ে ম্যাচের টিকিট বিক্রির কথা এখনও জানানো হয়নি। আজ সকাল থেকে গ্রুপ ম্যাচের টিকিট ও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের টিকিট বিক্রি হবে। বিক্রি করা হবে জেনারেল স্ট্যান্ডের টিকিট। যার মূল্য পাকিস্তানি রুপিতে ১০০০ ও ১৫০০। জানা গেছে, ১০টি ম্যাচের টিকিট বিক্রি করা হবে। সবটাই হবে অনলাইনে। তবে, ফাইনালের টিকেট পাওয়া যাবে ম্যাচের কেবল চার দিন আগে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net