
ম্যাচ শেষে যা বললেন নাজমুল


স্পোর্টস ডেস্ক
‘ম্যাচটা বরং বাংলাদেশ হারলে ভালো হতো।’ জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে পাওয়া বাংলাদেশের ৫ রানের জয় নিয়ে এমন মন্তব্য করেছিলেন বাংলাদেশের সাবেক এক তারকা ক্রিকেটার।’ জিম্বাবুয়ের বিপক্ষে এমন জয় বিশ্বকাপের আগে দলকে ভুল সংকেত দিতে পারে, সে ধারণা থেকে এমন মন্তব্য করেছিলেন তিনি। টানা চার ম্যাচ জেতার পর গতকাল রোববার শেষ টি-টোয়েন্টিতে অবশ্য হেরেই গেল বাংলাদেশ। এরপর সরাসরি প্রশ্ন উঠল, নিজেদের অবস্থান বুঝতে এই হারটা কি আসলেই দরকার ছিল? জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের বড় হারের পর বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন বলেন, ‘আমার কাছে মনে হয় না।
যে রান করেছি এই উইকেটে যথেষ্ট ছিল। রাজা এবং বেনেট দারুণ ব্যাটিং করেছে, কোনো সুযোগই দেয়নি। তাদের কৃতিত্ব দিতেই হবে।’ আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা প্রতি ম্যাচেই সিরিয়াস ছিলাম। একটা ম্যাচও হারতে চাইনি, হারের দরকারও ছিল না। ম্যাচ জিতলে ভালো লাগে। এদিন জিততে পারিনি, জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতেই হবে। তারা ভালো ক্রিকেট খেলেছে।’ এদিকে বাংলাদেশ এখনো বিশ্বকাপের দল ঘোষণা করেনি।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ