ম্যাচ শেষে যা বললেন নাজমুল

আপলোড সময় : ১২-০৫-২০২৪ ১০:১৭:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৪ ১০:১৭:৪৫ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক
‘ম্যাচটা বরং বাংলাদেশ হারলে ভালো হতো।’ জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে পাওয়া বাংলাদেশের ৫ রানের জয় নিয়ে এমন মন্তব্য করেছিলেন বাংলাদেশের সাবেক এক তারকা ক্রিকেটার।’ জিম্বাবুয়ের বিপক্ষে এমন জয় বিশ্বকাপের আগে দলকে ভুল সংকেত দিতে পারে, সে ধারণা থেকে এমন মন্তব্য করেছিলেন তিনি। টানা চার ম্যাচ জেতার পর গতকাল রোববার শেষ টি-টোয়েন্টিতে অবশ্য হেরেই গেল বাংলাদেশ। এরপর সরাসরি প্রশ্ন উঠল, নিজেদের অবস্থান বুঝতে এই হারটা কি আসলেই দরকার ছিল? জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের বড় হারের পর বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন বলেন, ‘আমার কাছে মনে হয় না।
যে রান করেছি এই উইকেটে যথেষ্ট ছিল। রাজা এবং বেনেট দারুণ ব্যাটিং করেছে, কোনো সুযোগই দেয়নি। তাদের কৃতিত্ব দিতেই হবে।’ আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা প্রতি ম্যাচেই সিরিয়াস ছিলাম। একটা ম্যাচও হারতে চাইনি, হারের দরকারও ছিল না। ম্যাচ জিতলে ভালো লাগে। এদিন জিততে পারিনি, জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতেই হবে। তারা ভালো ক্রিকেট খেলেছে।’ এদিকে বাংলাদেশ এখনো বিশ্বকাপের দল ঘোষণা করেনি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net