ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মহাসড়কে থামছে না ডাকাতি-ছিনতাই আন্দোলনে বিপর্যস্ত রাজধানী দ্বিধান্বিত পুলিশ রাজনীতিতে সক্রিয় হচ্ছেন খালেদা জিয়ার দুই পুত্রবধূ শঙ্কা কাটিয়ে আজ দেশে ফিরছেন খালেদা জিয়া জিআই স্বীকৃতি পেল দিনাজপুরের বেদানা লিচু হাজার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স নেই মাঠে না গিয়েই চ্যাম্পিয়ন বায়ার্ন লিভারপুল অধ্যায়ের ইতি টানলেন আরনল্ড এমবাপের জোড়া গোলে জয় পেলো রিয়াল এখনই আইপিএল থেকে অবসর নিতে চান না রাসেল প্লে-অফের দোরগোড়ায় পাঞ্জাব কিংস ব্যাটসম্যানের পকেটে থেকে পড়ল স্মার্টফোন! রিশাদের রেকর্ডের দিনে হারের মুখ দেখলো লাহোর বাংলাদেশ ‘এ’র সামনে দাঁড়াতে পারলোনা নিউজিল্যান্ড ‘এ’ সাংবাদিকের সুরক্ষা নিশ্চিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের রাজনীতিকরণের কারণে সাংবাদিকরাই বেশি ক্ষতির মুখে পড়েছেন-তথ্য উপদেষ্টা সুবিধা নেয়া উৎসুকরাই গণমাধ্যম সংস্কারের বিরোধিতা করছেন ১৮০ কোটি টাকা চীনা বিনিয়োগ পেল জিয়নের স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক বাংলাদেশিদের জন্য আমিরাতে ভিসা চালুর বিষয়ে অগ্রগতি রাখাইনে মানবিক করিডর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি-ড. খলিলুর রহমান

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বেড়েছে

  • আপলোড সময় : ১১-০৫-২০২৪ ১০:৪৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৪ ১০:৪৪:০৮ অপরাহ্ন
বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বেড়েছে
অর্থনৈতিক রিপোর্টার
বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বেড়েছে। গত মার্চ শেষে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি বেড়ে ১০ দশমিক ৪৯ শতাংশে দাঁড়িয়েছে। যা চলতি অর্থবছরের প্রথম মাসের মধ্যে সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে তথ্য।
বাংলাদেশ ব্যাংক চলতি ২০২৩-২৪ অর্থবছরের পুরো সময়ের জন্য (জানুয়ারি-জুন) ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছে ১০ শতাংশ। গত ফেব্রুয়ারিতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ছিল দশমিক ৯৬ শতাংশ। মার্চে বেড়ে ১০ দশমিক ৪৯ শতাংশে দাঁড়িয়েছে। হিসাব বলছে ফেব্রুয়ারির তুলনায় মার্চে .৫৩ বেসিস পয়েন্ট বেড়েছে। অর্থবছরের প্রথম দুই মাসে বেসরকারি ঋণ লক্ষ্যমাত্রার মধ্যে থাকলেও মার্চে এসে ঋণের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি ছিল ১২ দশমিক ৬২ শতাংশ। এরপর টানা সেপ্টেম্বর পর্যন্ত ঋণের প্রবৃদ্ধি কমেছে। তবে অক্টোবরে কিছুটা বেড়ে ১০ দশমিক শূন্য শতাংশ হয়েছিল। এরপর নভেম্বরে ফের কমে যায়। তবে ডিসেম্বর-নভেম্বরের তুলনায় মার্জিনাল প্রবৃদ্ধি হয়েছে। ব্যাংকখাত সংশ্লিষ্টদের মতে, রমজান ঈদুল ফিতর উপলক্ষে আমদানি এবং ব্যবসায়িক লেনদেন বেড়ে যাওয়ায় বেসরকারি ঋণ বেড়েছে। চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার কম প্রবৃদ্ধি ছিল। মার্চ মাসে এসে তা বেড়েছে। মূলত ঋণের সুদহার উল্লেখযোগ্য বৃদ্ধি মনিটরি পলিসির প্রভাবে এমনটি হয়েছে বলে জানান তারা। চলমান মুদ্রানীতিতে সব ধরনের অর্থ সরবরাহ বা ঋণের লক্ষ্যমাত্রা কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বেসরকারি খাতের ঋণ বৃদ্ধির লক্ষ্যমাত্রা জুনের জন্য কমিয়ে ১০ শতাংশ হয়েছে। এর আগে এটি ছিল ১১ শতাংশ। আবার অর্থ সরবরাহের লক্ষ্যমাত্রা ১০ শতাংশ থেকে কমিয়ে দশমিক শতাংশ করা হয়েছে। আগামী জুনে মূল্যস্ফীতি শতাংশে নামিয়ে না আনা পর্যন্ত কন্ট্রাকশনারি মনিটারি পলিসি অব্যাহত থাকবে। যদিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) রিপোর্ট মতে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি রয়েছে দশমিক ৮১ শতাংশ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য