ঢাকা , শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে ৫ ছাত্রী বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে-গোলাম পরওয়ার দুর্গাপূজা ঘিরে পাশের দেশ মিথ্যাচার করছে- স্বরাষ্ট্র উপদেষ্টা লক্ষ্মী নারায়ণ জিও ঠাকুর মন্দিরে শ্রাবন্তী সরকার রিতুর আত্মার শান্তি কামনা প্রার্থনা সভা অনুষ্ঠিত ৮ আইনে সরাসরি মামলা নেবেন না আদালত ৪ আগস্টেই নতুন সরকার গঠনের প্রস্তুতিতে ড. ইউনূসের সঙ্গে কথা হয়-নাহিদ গণতন্ত্রের পথে ঐক্যবদ্ধ থাকতে হবে-তারেক রহমান আন্দোলনকারীদের ‘রাজাকারের নাতিপুতি’ বলেননি শেখ হাসিনা-রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ৭৭ অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪ আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি অহেতুক চাপ-মির্জা ফখরুল নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশসহ ৪ অধ্যাদেশ অনুমোদন সচিবালয়ে আবারও কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ বিএনপি-জামাত আন্দোলনের সময় রাস্তায় ছিল না:মুফতি ফয়জুল করীম প্রক্রিয়াজাত খাদ্যপণ্য শিল্প ঝুঁকিতে বিনিয়োগে স্থবিরতা এয়ার ইন্ডিয়া ফ্লাইট বিধ্বস্ত : বোয়িং ও হানিওয়েলের বিরুদ্ধে মামলা আফগানিস্তানে ইন্টারনেট বন্ধের ঘোষণা দিল তালেবান সরকার ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা, বড় ধর্মঘটের প্রস্তুতি গাজা নিয়ে চাপের মুখে যুক্তরাষ্ট্র নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান ও সৌদি আরব

দুই শতাধিক নির্বাহী আদেশ দিয়ে প্রথম দিন শুরু ট্রাম্পের

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ০৪:৫৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ০৪:৫৮:১৯ অপরাহ্ন
দুই শতাধিক নির্বাহী আদেশ দিয়ে প্রথম দিন শুরু ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গতকাল সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে দায়িত্ব গ্রহণের পরই ২০০ টি’র বেশি নির্বাহী আদেশে সই করেছেন। এর মধ্যে ছিল আইনত বাধ্যতামূলক আদেশ এবং প্রেসিডেন্টের অন্যান্য নির্দেশাবলী। আবার অনেকগুলো আদেশেই বাতিল হবে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গৃহীত নীতি। নির্বাহী আদেশ হচ্ছে ফেডারেল সরকারকে দেওয়া প্রেসিডেন্টের লিখিত আদেশ, যে আদেশ বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন পড়ে না। অর্থাৎ, এই আদেশবলে একজন প্রেসিডেন্ট পার্লামেন্টে আইনপ্রণেতাদের ভোটাভুটি ছাড়াই নীতি পরিবর্তন ঘটাতে পারেন। তবে এই আদেশ আইনের আওতার মধ্যে থেকেই বাস্তবায়িত হতে হয় এবং কখনও কখনও এ আদেশগুলোর কিছু আদালতে চ্যালেঞ্জের মুখেও পড়তে পারে। বিশেষ করে অভিবাসনের মতো নীতিগুলোর ক্ষেত্রে এমনটি হতে পারে। রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সির ক্ষমতাবলে গণহারে অভিবাসী বিতাড়ন, পরিবেশ সংক্রান্ত বিধিনিষেধ কমানো এবং আরও বহু বিষয়ে একতরফাভাবে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেগুলো পূরণ করতেই একগুচ্ছ নির্বাহী আদেশ সইয়ের এই পদক্ষেপ নেন তিনি। শপথ নেওয়ার আগের দিন বিজয় সমাবেশে ট্রাম্প তার সমর্থকদের বলেন, তিনি শপথ গ্রহণের পর ‘ঐতিহাসিক গতি ও শক্তি’ নিয়ে কাজ শুরু করবেন। সমর্থকদের আশ্বস্ত করে তিনি বলেন, আপনারা এমন নির্বাহী আদেশ দেখবেন যাতে আপনারা খুশি হবেন। এসব নির্বাহী আদেশের মাধ্যমে দেশের সংকট সমাধান এবং আমেরিকাকে সঠিক পথে পরিচালিত করা হবে বলে ট্রাম্প মন্তব্য করেন। আর শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই বাইডেনের প্রশাসনের প্রতিটি উগ্র এবং অবিচক্ষণ নির্বাহী আদেশ বাতিল করা হবে বলেও জানান ট্রাম্প। প্রথম মেয়াদে ট্রাম্প সই করেছিলেন ২২০ টি নির্বাহী আদেশ। এর মধ্যে কয়েকটি আদেশ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছিল। আর বাইডেন যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি সই করেছিলেন ১৬০ টি নির্বাহী আদেশ। আর এর আগে বারাক ওবামা এবং জর্জ ডব্লিউ বুশ টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকাকালে সই করেছিলেন যথাক্রমে ২৭৭ এবং ২৯১ টি নির্বাহী আদেশ।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ