ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড যশোরে পৃথক অভিযানে ৩৬টি সোনার বারসহ গ্রেফতার ৩ বিএসএফ মহাপরিচালকে ক্ষমা চাইতে হবে: সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আরও ৪৩২ জন ডেঙ্গু আক্রান্ত ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ বস্তিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবারের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে মানববন্ধন শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে আইনি নোটিশ ডিআরইউতে হামলায় প্রতিবাদ ও নিন্দার ঝড় মেহেরপুর জেলা আ’লীগের সদস্যসহ ২ জন রিমান্ডে বিস্ফোরক সংকটে উৎপাদন বন্ধ মধ্যপাড়া পাথর খনিতে জাতীয় পর্যায়ে পালিত হবে লালনের তিরোধান দিবস নঈম নিজামসহ ২ সাংবাদিককে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে সিআইডির মামলা বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট গয়েশ্বর রায়ের দুর্নীতি মামলার রায় পেছালো মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ সরকারের বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের

হজ অফিসের কর্মচারী সূহিল কোটিপতি

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৪:৪১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৪:৪১:২২ অপরাহ্ন
হজ অফিসের কর্মচারী সূহিল কোটিপতি
সরকারি বিধি বহির্ভূতভাবে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের দায়ে দুদকের জালে আটকা পড়েছে আশকোনাস্থ হজ অফিসের অফিস সহকারী কাম টাইপিস্ট সূহিল মোহাম্মদ ফেরদৌস। দুর্নীতি দমন বিভাগে তার দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। এ নিয়ে খোদ ধর্ম মন্ত্রণালয়ে তোলপাড় শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ধর্ম মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির ১৬৭ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে হজ অফিসের এই চাঞ্চল্যকর দুর্নীতির তথ্য বেরিয়ে এসেছে। ধর্ম মন্ত্রণালয় সূহিলের দুর্নীতির খতিয়ান প্রমাণিত হওয়ায় গত ২২ মে তাকে হজ অফিস থেকে সাময়িক প্রত্যাহার করে ধর্ম মন্ত্রণালয়ে সংযুক্ত করে। আবারও তিনি হজ অফিসে বহালতবিয়তে রয়েছেন সূহিল মোহাম্মদ ফেরদৌস। তার বিরুদ্ধে আবারও নতুন করে তদন্ত শুরু করেছে একাধিক সংস্থা। জানা গেছে, জীবিকা নির্বাহের তাকিদে প্রায় ২২ বছর আগে ঢাকায় আসেন সূহিল মোহাম্মদ ফেরদৌস। কোন এক হজ অফিসারের সাথে তার পরিচয় হয়। তার সুপারিশে সূহিল হজ অফিসে চাকুরী করার সুযোগ পায়। আর এতেই ঘুরে যায় সূহিলের ভাগ্যের চাকা। টাকা কামানোর নেশা পেয়ে বসেছিল সূহিল। অদৃশ্য যাদুর কাঠির ছোয়ায় এক সময় বদলে যায় সূহিলের জীবন। সেই থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অনুসন্ধানে জানা যায়, প্রায় ১৪০০ হজ এজেন্টের মালিক প্রতিনিধিগণ হতে অবৈধ উপায়ে উপার্জন করে নগদ সম্পদে বিপুল টাকার মালিক বনে গেছেন। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে চাকরি জীবনে ঢাকার উত্তরখানে কাঁচ কুড়া এলাকায় তিনি ৬০ লাখ টাকা দিয়ে পাঁচ কাঠা জমি ক্রয় করেন। তিনি ঢাকার রামপুরায় বনশ্রীতে জমি ক্রয় করে ঘর নির্মাণ করে রেখেছেন। শাহজালাল ইসলামি ব্যাংক আসকোনা শাখায় তার স্ত্রীর নামে একটি একাউন্ট রয়েছে। সেখান থেকে প্রায় প্রতিমাসে লাখ টাকা লভ্যাংশ বাবদ টাকা উত্তোলন করে আসছেন। ইসলামি ব্যাংক হজ ক্যাম্প শাখায় তার স্ত্রীর নামে আরেকটি একাউন্ট রয়েছে। ইসলামি ব্যাংক হজ ক্যাম্প শাখায় তার নিজ নামে একটি একাউন্ট রয়েছে। উত্তরা ৬নং সেক্টরে তার একটি ফ্ল্যাট ক্রয় করেছেন। তার দুই মেয়ে ব্যয়বহুল রাজউক কলেজে পড়াশোনা করছেন। এসব কোটি টাকার অর্থ হজ এজেন্সির সাথে রিপ্লেসমেন্ট বাণিজ্য, হজ লাইসেন্স এর দালালি, হজ এজেন্সির বারকোড সরবরাহ ব্যর্থ হজ যাত্রীদের মোয়াল্লেম ফি ফেরত স্টিকার লাখ টাকায় অবৈধভাবে বিক্রয়, এজেন্সির বিরুদ্ধে আনিত অভিযোগের তদবির বাণিজ্য এবং ভিসার জন্য ডিও জারির কাজে এজেন্সি হতে এসব অর্থ হাতিয়ে নিয়ে থাকেন বলে অনেকেরই অভিযোগ। অপর একটি সূত্র জানায়, হজ অফিসকে দুর্নীতিমুক্ত করণের লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আনিছুর রহমানের নির্দেশে সিনিয়র সহকারী সচিব আরিফ আব্দুল্লাহ মোহাম্মদ এক লিখিত নির্দেশনায় হজ অফিসের পরিচালক সাইফুল ইসলামকে সূহিল মোহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে তার এবং তার স্ত্রী নাজমা বেগমের সম্পত্তি অর্জনের কারণে সরকারি কর্মচারি আচরণবিধি এবং সরকারি কর্মচারি (শৃংখলা ও আপীল) বিধি ১৯৮৫ মোতাবেক বিভাগীয় মামলা রুজু করার অনুরোধ জানান। তদন্ত কমিটি অভিযুক্ত সূহিল ও তার স্ত্রীর ব্যাংক একাউন্টে প্রায় পৌনে তিন কোটি টাকা জমা রাখার সন্ধান পেয়েছে। হজ অফিসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযুক্ত সূহিলের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করতে হলে বিধি অনুযায়ী তাকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করার কথা এবং তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন। কিন্তু সাবেক পরিচালক হজ সাইফুল ইসলাম ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনাকে উপেক্ষা করে সূহিলের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর দিকে অগ্রসর না হয়ে তাকে বাঁচানোর জন্য কালক্ষেপণ করে। সূহিল মোহাম্মদ ফেরদৌসের মোবাইলে বার বার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তার অফিসের নম্বরে ফোন করলে ফোন রিসিভ করে বলেন স্যার অফিসে নেই।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট

বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট