ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন ঢাকা মেডিকেলের আউটডোরে চিকিৎসা বন্ধ পোশাক রফতানিতে প্রবৃদ্ধির রেকর্ড ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ডাক্তার দেখাতে না পেরে রোগীদের বিক্ষোভ স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিমুখী চিকিৎসকদের পদযাত্রায় বাধা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিলো পুলিশ

রোহিঙ্গা ক্যাম্পে পুড়লো শতাধিক বাড়ি, শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০২:৪২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০২:৪২:০৫ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে পুড়লো শতাধিক বাড়ি, শিশুর মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত মৌচনি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় পাচঁ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নয়াপাড়া মৌচনি ক্যাম্পের জি-ব্লকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক বসতবাড়ি পুড়ে গেছে বলে নিশ্চিত করেছেন টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ইনচার্জ (যুগ্মসচিব) আবদুল হান্নান। তিনি বলেন, ক্যাম্পে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। পরে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পাচঁ বছরের এক শিশু মারা গেছে। এছাড়া প্রায় একশ ঘরবাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় আরও বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মো. মোস্তফা বলেন, ‘আগুনে ঘুমের মধ্য এক শিশু মারা গেছে। পাশাপাশি ১০০ ঘরবাড়ি পুড়ে গেছে। শীত মৌসুমে ঘরহারা মানুষগুলো খুব বিপদে থাকবে। কীভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে সেটি এখন বলা যাচ্ছে না। এদিকে বিজিবি বলছে, অন্তত ৩০০ বসতবাড়ি আগুনে পুড়েছে। এ ঘটনায় বিজিবি কাজ করছে বলেও জানিয়েছে। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউসার সিকদার বলেন, ‘আগুন লাগার ঘটনায় ক্যাম্পে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ‘রাতে টেকনাফের নয়াপাড়া মোচনী নিবন্ধিত ক্যাম্পের পি-৩ ব্লকে জনৈক ব্যক্তির বসত ঘরে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে মুহূর্তেই আগুন আশপাশের ঘর ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। এ সময় এপিবিএন পুলিশের পাশাপাশি স্থানীয় রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত শতাধিক বসতঘর ও নানা স্থাপনা ভস্মীভূত হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য