ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার কারাগারে আইভী তীব্র তাপদাহে পুড়ছে দেশ উত্তাল শাহবাগ, যেন ফিরে এসেছে ‘জুলাই’ নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে- ফারুক অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর শাস্তিÑ নৌ-উপদেষ্টা সড়ক দুর্ঘটনায় ৪ জেলায় ৬ জনের মৃত্যু হাসিনাকে প্রধানমন্ত্রী লিখে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন ময়মনসিংহে হত্যার আসামির ছুরিকাঘাতে যুবক খুন টাঙ্গাইলে চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ দুই ভাই আহত পেঁয়াজ-ডিম-সবজির দাম চড়া নাভিশ্বাসে ক্রেতা এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ পুঠিয়ায় প্রশাসনের যোগসাজশে অবৈধ পুকুর খননের হিড়িক আধুনিকতার প্রভাবে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার মাটির চুলা স্থানীয়দের বাধায় পিছু হটলো বিএসএফ মৌলভীবাজারে সীমান্তে ১৫ জনকে ‘পুশইন’ বিএসএফের আমতলীতে দুই বছরে অর্ধশতাধিক দুর্ঘটনা নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে আইনজীবীর লাশ উদ্ধার আত্মসমর্পণ করে জামিন পেলেন চয়নিকা চৌধুরী রিমান্ড শেষে কারাগারে পলক

অর্ধকোটি টাকা ঘুষে মুগদায় তৈরি হচ্ছে ১০ তলা ভবন

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ১১:৩৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ১১:৩৮:২৯ পূর্বাহ্ন
অর্ধকোটি টাকা ঘুষে মুগদায় তৈরি হচ্ছে ১০ তলা ভবন
রাজধানীর মুগদা এলাকায় একের পর এক তৈরি হচ্ছে অবৈধ বহুতল ভবন। ভবন নির্মাণ নীতি না মেনে মুগদায় অর্ধকোটি টাকা রাজউক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দৌলত প্রোপাটিস লিমিটেডের দৌলত ছায়ানীড় নামে ১০তলা ভবন নির্মাণ করা হচ্ছে। এলাকার সচেতন নাগরিক সমাজ এ অবৈধ ভবন নির্মাণে একাধিকবার বাধা দিলেও মূলত কোন কাজ হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর দৌলত প্রোপাটিস লিমিটেডের ক্ষমতার অপব্যবহার করে এ অবৈধ ভবন নির্মাণ কাজ শুরু করে ২০২২ সালে। ৭২ নং দক্ষিণ মুগদা দৌলত প্রোপাটিস লিমিটেডের ভবনটির সামনে পেছনে কোন রাস্তা না থাকলে অতি সহজেই রাজউক থেকে অনুমতি মিলে। ভবনে প্রায় অর্ধশত পরিবার বসবাস করবে। অথচ ভবনের কোন ফ্লোরে আগুন লাগলে বা ভূমিকম্পের মতো কোন প্রাকৃতিক দুর্যোগ হলে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা কোনভাবেই ভবনের কাছে গাড়ি বহর নিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজউকের অসাধু কর্মকর্তা ৬/১-এ অথরাইজড অফিসার হাছানুজ্জামানের সহযোগিতায় অতিসহেজই অনুমোদ পেয়ে যায়। দুর্নীতিবাজ রাজউক কর্মকর্তা হাছানুজ্জামানের সহযোগিতার অত্র এলাকায় আরো বহু অবৈধ ভবন নির্মাণ হচ্ছে। দৌলত প্রোপাটিস লিমিটেডের এক কর্মকর্তা জানান, বিল্ডিং কোর্ড মেনেই দৌলত প্রোপাটিস লিমিটেডের দৌলত ছাড়ানীড় ভবন তৈরি করা হয়। রাস্তা ছাড়া কিভাবে এ অবৈধ ভবন তৈরি করা হলো এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, অথারাইজড অফিসারকে ম্যানেজ করেই আমরা ২০২৩ সালে ভবনের নির্মাণ কাজ শুরু করি। তখন কার দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর জামাই মিরাজকে ম্যানেজ করে এবং তার সহযোগিতায় আমরা সে সময়ে কাজ শুরু করি। জামাই সিরাজ নিজেও ছিলেন একজন ডেভেলপার। তিনি এলাকায় অবৈধভাবে ৫/৭টি বহুতল ভবন তৈরি করেছেন। বর্তমান জামাই সিরাজ একটি হত্যা মামলার পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন। মুগদা এলাকার স্থায়ী বসবাসকারী নাম বলতে অনিচ্ছুক ব্যক্তি জানান, দৌলত প্রোপাটিস লিমিটেডের এ বহুতল ভবনটি সম্পূর্ণ অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে। নিয়মনীতির তোয়াক্কা না করে রাজউক কর্মকর্তা হাসানুজ্জামান ও এলাকার সিটি করপোরেশনের কাউন্সিলর জামাই সিরাজকে মোটা অংকের টাকা ঘুষ দিয়ে এই ১০তলা ভবনটি নির্মাণ কাজ শুরু করেন। এ ভবনের কোন ফ্লোরে আগুন লাগালে ফায়ার সার্ভিসের কোন গাড়ি সেখানে প্রবেশ করতে পারবে না। অথচ এই ভবনে বসবাস করবে অর্ধশত পরিবার। দৌলত প্রোপাটিস লিমিটেডের দৌলত ছাড়ানীড় ভবন নির্মাণের শুরুতে এলাকাবাসী একাধিকবার প্রতিবাদ জানিয়েছেন ফ্যাসিস্ট সরকারের আমলে এলাকাবাসীর প্রতিবাদ করেও কোন প্রতিকার পান নাই। বরং দৌলত প্রোপাটিস-এর মালিক দৌলত তার সহযোগিরা প্রতিনিয়ত এলাকাবাসীকে হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে রাজউক কর্মকর্তা অথারাউজড অফিসার হাসানুজ্জামানের সাথে তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলে তিনি বার বার ফোন কেটে দেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স