ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া ছেলেকে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব নিজের অভিনীত সিনেমা দেখে আবেগে কেঁদে দিলেন ‘দ্য রক’ জটিল রোগে ভুগছেন জাংকুক সরকারের ওপর চাপ বেড়েছে ঋণ পরিশোধের কোনো ব্লেম নিতে রাজি নই শেষ পর্যন্ত যুদ্ধ করবো-সিইসি ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসু নির্বাচনে বাধা নেই তিন প্যানেলের ইশতেহার ঘোষণা সবারই প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না : ছাত্রদল হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রভাব: চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়ালো

এক দশক পূর্তি উপলক্ষে ফের মুক্তি পেলো ‘ইন্টারস্টেলার’

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ১১:২৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ১১:২৯:৩৩ অপরাহ্ন
এক দশক পূর্তি উপলক্ষে ফের মুক্তি পেলো ‘ইন্টারস্টেলার’
বিনোদন ডেস্ক
সাই-ফাই সিনেমার ইতিহাসে অন্যতম মাইলফলক ক্রিস্টোফার নোলানের ‘ইন্টারস্টেলার’। ২০১৪ সালে মুক্তির পর সিনেমাটি অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে। বক্স অফিসের পাশাপাশি দর্শক-সমালোচক হৃদয় জয় করে নিয়েছে সমানতালে। ঘরে তুলেছে অস্কারের মতো পুরস্কার। সম্প্রতি সিনেমাটির এক দশক পূর্তি উপলক্ষে ফের মুক্তি দেয়া হয়েছে এটি। আর এক দশক পরও দর্শকদের আগ্রহ রীতিমতো অবাক করার মতো। টিকিট পাওয়াই হয়ে উঠেছিল দুঃসাধ্য! দর্শকদের এমন ভালোবাসা আপ্লুত করেছে পরিচালক ক্রিস্টোফার নোলানকে। ম্যাথিউ ম্যাকনাহে ও অ্যান হ্যাথাওয়ে অভিনীত সায়েন্স ফিকশনধর্মী সিনেমাটি নতুন করে মুক্তি পেয়ে যুক্তরাষ্ট্র এবং কানাডার মাত্র ১৬৬টি প্রেক্ষাগৃহ থেকে প্রথম সপ্তাহান্তে ৪৫ লাখ ডলার আয় করেছে। যার ফলে নোলানের চলচ্চিত্রটির মার্কিন বক্স অফিসে আয় এখন ১৯৩.৭ মিলিয়ন ডলার। এর আগে ২০১৪ সালে মুক্তির পর মার্কিন বক্স অফিসে ১৮৯ মিলিয়নের বেশি আয় করেছিল সিনেমাটি। নতুন করে ইন্টারস্টেলারের মুক্তিতে থিয়েটারগুলো নতুন শো যোগ করতে হিমশিম খাচ্ছে। এর প্রভাব পড়েছে দর্শকের চাহিদায়। লোকেরা রি-সেল বাজার থেকে সিনেমাটির জন্য টিকিটপ্রতি ৩০০ ডলার পর্যন্ত দিচ্ছেন। মাত্র ১০টি প্রেক্ষাগৃহের হিসাবেই প্রতি থিয়েটারে গড় আয় ৭০ হাজার ডলার। চলতি বছর এটা অন্যতম সেরা অর্জন। এ প্রসঙ্গে নির্মাতা নোলান বলেন, ‘আমি প্রতিক্রিয়া দেখে খুবই সন্তুষ্ট হয়েছি। যখনই লোকেরা কাজে সাড়া দেয়, তা খুবই রোমাঞ্চকর। এটা খুবই আনন্দের যে এটি এখনো জীবন্ত হিসেবে রয়ে গেছে। ইন্টারস্টেলার তৈরি একটি ভালোবাসার কাজ ছিল।’ ইন্টারস্টেলার সিনেমায় নোলান স্রোতের বিপরীতে গিয়ে কাজ করেছেন। ম্যাথিউ ম্যাকনাহে তার কুপার চরিত্রটি দক্ষতার সঙ্গে সামনে এনেছিলেন। কিন্তু নোলানের সামনে ছিল অন্য প্রতিবন্ধকতা। ডিজিটাল যুগের বাতাসের মধ্যে বসেও তিনি বেছে নেন সেলুলয়েড। নোলান বলেন, ‘সেলুলয়েড ফিল্ম হুমকির মুখে ছিল। ডিজিটাল সবকিছু দখল করছিল। আমরা তখন আইম্যাক্স ৭০মিমি ফিল্ম ফরম্যাটে প্রচুর কাজ করেছি। বুঝতে পারছিলাম না এভাবে কাজ করতে পারব কিনা। যদিও তখন ইন্টারস্টেলার সাদরে গৃহীত হয়েছিল। বক্স অফিসেও দেখিয়েছে সফলতা। পাশাপাশি ছিল সমালোচনাও।’ ইন্টারস্টেলার ২০১৪ সালে পাঁচটি অস্কার মনোনয়ন এবং একটি জয় ছিল কেবল কারিগরি বিভাগে। তবে গত এক দশকে সিনেমাটি সবার প্রিয় হয়ে উঠেছে। পরিণত হয়েছে সত্যিকারের ক্ল্যাসিকে। নোলান নিজেও খেয়াল করেছেন সিনেমাটি নিয়ে মানুষ আলোচনা করেছে। মানুষ প্রায়ই ব্যাখ্যা কিংবা ফের মুক্তি পাবে কিনা, তা জানতে চেয়েছে। আন্তর্জাতিক পরিসরে চীন ও লন্ডনের সায়েন্স মিউজিয়ামে ‘ইন্টারস্টেলার’ পুনরায় মুক্তি পেয়েছে। নোলান জানান, প্রিন্টগুলো পুরনো হয়নি। আইম্যাক্সকে খুব একটা রাজি করানোর প্রয়োজন ছিল না। তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের চ্যানেলগুলোয় বছরের পর বছর সবচেয়ে বেশি অনুরোধ ছিল ইন্টারস্টেলার পুনঃপ্রকাশে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য