ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’ সাইমন টোফেলকে নিয়োগ দিলো বিসিবি কর্মশালার মাধ্যমে জাপানিজ ভাষা শিক্ষা দিচ্ছে আর আর গ্রুপ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে নুর ভালো আছেন তবে ব্যথা আছে -ঢামেক পরিচালক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ফের রাজনীতিতে বাড়ছে উত্তাপ হলে রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহার চায় বাম ছাত্রসংগঠনগুলো পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার ‘বাঘ’ আসতে বাধা কোথায় ১২৩ সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা চবিতে সংঘর্ষে আহত দেড় শতাধিক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি ঢাবি শিক্ষক কার্জনসহ ২ জনের জামিন মেলেনি ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট, শুনানি আগামীকাল

সোহেলের ভুলে ড্র করলো আবাহনী

  • আপলোড সময় : ১০-০৫-২০২৪ ১০:০৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৪ ১০:০৫:৪১ অপরাহ্ন
সোহেলের ভুলে ড্র করলো আবাহনী সোহেলের ভুলে ড্র করলো আবাহনী

স্পোর্টস  ডেস্ক
এম এস বাবলু আগের দুইবারের চেষ্টায় গোল করতে পারেননিশেষ দিকে এসে তৃতীয় প্রচেষ্টায় ঠিকই লক্ষ্যভেদ করলেনতাতে অবশ্য দায়টা গোলকিপার শহিদুল আলম সোহেলের বেশি৮৭ মিনিটে গোলকিপারের ভুলে বাবলুর গোলে পুলিশ এফসি আবাহনী লিমিটেডকে জিততে দেয়নিপ্রিমিয়ার লিগে ফিরতি পর্বে আবাহনী ১-১ গোলে ড্র করেছে সার্ভিসেস দলটির সঙ্গেগোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আবাহনী আক্রমণে ছিল৯ মিনিটে আবাহনী এগিয়ে যায়সতীর্থের ক্রসে আব্দুল্লায়েভ হেড করে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, বল চলে যায় পেছনে অবস্থান করা কর্নেলিয়াস স্টুয়ার্টের পায়েগ্রানাডিয়ান স্ট্রাইকার দেখেশুনে গোলকিপারের পাশ দিয়ে প্লেসিং করে দেনব্যবধান বাড়ানোর কম চেষ্টা করেনি আবাহনীকিন্তু সফল হতে পারেনি৩২ মিনিটে এনামুল গাজীর কাটব্যাক থেকে পোস্টের সামনে থেকে কর্নেলিয়াসের প্লেসিং অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়যোগ করা সময়ের শেষ মুহূর্তে ওয়াশিংটন বান্দ্রোর ক্রসে এনামুল গাজী পোস্টের একদম সামনে থেকে পা ছোঁয়াতে পারেননিবিরতির পর আবাহনীর সঙ্গে সমান তালে লড়াই করার চেষ্টা করেছে পুলিশ৫৬ মিনিটে তারা ভালো সুযোগ নষ্ট করেবক্সে ঢুকে একজনকে কাটিয়ে ফাঁকায় বদলি বাবলুর কিছুটা কোনাকুনি শট ক্রসবারের একটু ওপর দিয়ে  চলে যায়দুই মিনিট পর পালাসিওর ক্রসে বাবলুর হেড লক্ষ্যভ্রষ্ঠ হয়৬৬ মিনিটে শাহ কাজেমের থ্রু পাস থেকে বক্সের বাইরে মাহাদি ইউসুফ খান অ্যারন ইভান্সের দুই পায়ের মাঝ দিয়ে ঠিকঠাক লক্ষ্যে শট নিতে পারেননিঅল্পের জন্য তা পোস্ট ঘেঁষে যায়আবাহনী ৮৫ মিনিটে সুযোগ পায়রবিউল ইসলামের ফ্রি কিক আহসান হাবীব পোস্টে ঢোকার মুহূর্তে প্রতিহত করেন৮৭ মিনিটে  অভিজ্ঞ গোলকিপার সোহেলের ভুলে আবাহনী তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনিবাবলুর বক্সের বাইরে থেকে নেওয়া শট এক ড্রপ খায়, গোলকিপার সোহেল নিচু হয়ে ধরার চেষ্টা করলেও তা দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়িয়ে যায়বলের গতি এমন জোরালো ছিল না যে কিপারের জন্য তালুবন্দি করা কঠিন ছিলএমন ভুল সোহেল আগেও করেছেনতা ক্লাব কিংবা জাতীয় দলে থেকেও! শেষ পর্যন্ত রেফারির শেষ বাঁশি বাজতেই পুলিশের স্বস্তিএমন ড্রতে আবাহনীর তো এখন রানার্সআপ হওয়ার লড়াইয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছেদিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জে শেখ রাসেল ও রহমতগঞ্জ পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছেদুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছেলিগে আবাহনী ১৫ ম্যাচে ৭ জয় ও ৮ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেপুলিশ সমান ম্যাচে চতুর্থ ড্রয়ে ২২ পয়েন্টে চারে অবস্থান করছেশেখ রাসেল ১৫ ও রহমতগঞ্জ ১১ পয়েন্ট পেয়েছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য