ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া ফেরত পাঠানো ৩ জন কারাগারে পবিত্র আশুরা আজ সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত পবিত্র আশুরা ন্যায় প্রতিষ্ঠায় সাহস জোগাবে-প্রধান উপদেষ্টা ত্রয়োদশ নির্বাচন নিয়ে বিরোধ তুঙ্গে চুয়াডাঙ্গায় ট্যাংকলরি ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ডিএসসিসির মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ সময়ের দাবি : বিএসআরইএ ঢাকা বিভাগে ৫৬ সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা খেলাফত মজলিসের এ কে আজাদের বাড়িতে হামলা: ১৬ বিএনপি নেতার নামে মামলা রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার তিন শূন্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান পরিবেশ উপদেষ্টার অগ্রিম কর বাড়ায় গণপরিবহনে জটিলতা বাড়ার শঙ্কা ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে গেল গাড়ি, বরসহ নিহত ৮ মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ পৌঁছেছে ৩৭ ট্রিলিয়ন ডলারে

সোহেলের ভুলে ড্র করলো আবাহনী

  • আপলোড সময় : ১০-০৫-২০২৪ ১০:০৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৪ ১০:০৫:৪১ অপরাহ্ন
সোহেলের ভুলে ড্র করলো আবাহনী সোহেলের ভুলে ড্র করলো আবাহনী

স্পোর্টস  ডেস্ক
এম এস বাবলু আগের দুইবারের চেষ্টায় গোল করতে পারেননিশেষ দিকে এসে তৃতীয় প্রচেষ্টায় ঠিকই লক্ষ্যভেদ করলেনতাতে অবশ্য দায়টা গোলকিপার শহিদুল আলম সোহেলের বেশি৮৭ মিনিটে গোলকিপারের ভুলে বাবলুর গোলে পুলিশ এফসি আবাহনী লিমিটেডকে জিততে দেয়নিপ্রিমিয়ার লিগে ফিরতি পর্বে আবাহনী ১-১ গোলে ড্র করেছে সার্ভিসেস দলটির সঙ্গেগোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আবাহনী আক্রমণে ছিল৯ মিনিটে আবাহনী এগিয়ে যায়সতীর্থের ক্রসে আব্দুল্লায়েভ হেড করে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, বল চলে যায় পেছনে অবস্থান করা কর্নেলিয়াস স্টুয়ার্টের পায়েগ্রানাডিয়ান স্ট্রাইকার দেখেশুনে গোলকিপারের পাশ দিয়ে প্লেসিং করে দেনব্যবধান বাড়ানোর কম চেষ্টা করেনি আবাহনীকিন্তু সফল হতে পারেনি৩২ মিনিটে এনামুল গাজীর কাটব্যাক থেকে পোস্টের সামনে থেকে কর্নেলিয়াসের প্লেসিং অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়যোগ করা সময়ের শেষ মুহূর্তে ওয়াশিংটন বান্দ্রোর ক্রসে এনামুল গাজী পোস্টের একদম সামনে থেকে পা ছোঁয়াতে পারেননিবিরতির পর আবাহনীর সঙ্গে সমান তালে লড়াই করার চেষ্টা করেছে পুলিশ৫৬ মিনিটে তারা ভালো সুযোগ নষ্ট করেবক্সে ঢুকে একজনকে কাটিয়ে ফাঁকায় বদলি বাবলুর কিছুটা কোনাকুনি শট ক্রসবারের একটু ওপর দিয়ে  চলে যায়দুই মিনিট পর পালাসিওর ক্রসে বাবলুর হেড লক্ষ্যভ্রষ্ঠ হয়৬৬ মিনিটে শাহ কাজেমের থ্রু পাস থেকে বক্সের বাইরে মাহাদি ইউসুফ খান অ্যারন ইভান্সের দুই পায়ের মাঝ দিয়ে ঠিকঠাক লক্ষ্যে শট নিতে পারেননিঅল্পের জন্য তা পোস্ট ঘেঁষে যায়আবাহনী ৮৫ মিনিটে সুযোগ পায়রবিউল ইসলামের ফ্রি কিক আহসান হাবীব পোস্টে ঢোকার মুহূর্তে প্রতিহত করেন৮৭ মিনিটে  অভিজ্ঞ গোলকিপার সোহেলের ভুলে আবাহনী তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনিবাবলুর বক্সের বাইরে থেকে নেওয়া শট এক ড্রপ খায়, গোলকিপার সোহেল নিচু হয়ে ধরার চেষ্টা করলেও তা দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়িয়ে যায়বলের গতি এমন জোরালো ছিল না যে কিপারের জন্য তালুবন্দি করা কঠিন ছিলএমন ভুল সোহেল আগেও করেছেনতা ক্লাব কিংবা জাতীয় দলে থেকেও! শেষ পর্যন্ত রেফারির শেষ বাঁশি বাজতেই পুলিশের স্বস্তিএমন ড্রতে আবাহনীর তো এখন রানার্সআপ হওয়ার লড়াইয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছেদিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জে শেখ রাসেল ও রহমতগঞ্জ পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছেদুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছেলিগে আবাহনী ১৫ ম্যাচে ৭ জয় ও ৮ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেপুলিশ সমান ম্যাচে চতুর্থ ড্রয়ে ২২ পয়েন্টে চারে অবস্থান করছেশেখ রাসেল ১৫ ও রহমতগঞ্জ ১১ পয়েন্ট পেয়েছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য