ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১২:১৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১২:১৫:৪২ পূর্বাহ্ন
নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু

১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরের লালপুর জেলায় নর্থ বেঙ্গল সুগার মিলে ২০২৪-২০২৫ আখ মাড়াই মৌসুমের কার্যক্রম শুরু হয়েছে। গত শুক্রবার বিকেলে মিলের সুগার কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মধ্যদিয়ে ‘নর্থ বেঙ্গল সুগার মিলের ৯২তম আখ মাড়াই উদ্বোধন কার্যক্রম’ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা, শিল্প মন্ত্রণালয়; আদিলুর রহমান খান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, জেলা প্রশাসক মিজ আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হোসাইন, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, কৃষক এ দেশের মূল চালিকা শক্তি। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে কৃষকদের জীবনমান উন্নয়ন করা। সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের চিনি শিল্প যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। এ মিলটি গত বছর লাভ করেছিল। আমরা আশা করছি সকলের সমন্বিত চেষ্টায় বাংলাদেশ চিনি শিল্প ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, চলতি মাড়াই মৌসুমে দুই লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর এক লাখ ৮৮ হাজার ৬৩৪ মেট্রিক টন আখ মাড়াই করে ১০ হাজার ৬৬৭ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল। এতে মিলটি ২০ কোটি টাকা লাভ করেছিল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স