নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু

আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১২:১৫:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১২:১৫:৪২ পূর্বাহ্ন

১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরের লালপুর জেলায় নর্থ বেঙ্গল সুগার মিলে ২০২৪-২০২৫ আখ মাড়াই মৌসুমের কার্যক্রম শুরু হয়েছে। গত শুক্রবার বিকেলে মিলের সুগার কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মধ্যদিয়ে ‘নর্থ বেঙ্গল সুগার মিলের ৯২তম আখ মাড়াই উদ্বোধন কার্যক্রম’ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা, শিল্প মন্ত্রণালয়; আদিলুর রহমান খান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, জেলা প্রশাসক মিজ আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হোসাইন, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, কৃষক এ দেশের মূল চালিকা শক্তি। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে কৃষকদের জীবনমান উন্নয়ন করা। সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের চিনি শিল্প যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। এ মিলটি গত বছর লাভ করেছিল। আমরা আশা করছি সকলের সমন্বিত চেষ্টায় বাংলাদেশ চিনি শিল্প ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, চলতি মাড়াই মৌসুমে দুই লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর এক লাখ ৮৮ হাজার ৬৩৪ মেট্রিক টন আখ মাড়াই করে ১০ হাজার ৬৬৭ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল। এতে মিলটি ২০ কোটি টাকা লাভ করেছিল।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net