ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের

রাজধানীর ফুটপাতগুলো দখলমুক্ত করুন

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৪ ১০:৩৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৪ ১০:৩৪:১১ অপরাহ্ন
রাজধানীর ফুটপাতগুলো দখলমুক্ত করুন রাজধানীর ফুটপাতগুলো দখলমুক্ত করুন


ফুটপাত শুধু রাস্তা বা সড়কের সৌন্দর্যই বাড়ায় নাপথচারীদের নিরাপদে হাঁটা ও চলাচলের উপযুক্ত স্থান ফুটপাতপ্রশস্ত ফুটপাতের কারণে যানজট বা দুর্ঘটনাও কমে অনেকব্যস্ত নগরীকে যানজটমুক্ত রাখতে স্বল্প দূরত্বে হেঁটে চলারও কোনো বিকল্প নেইঢাকার যানজটের কথা আমরা প্রত্যেকেই জানি এবং এই যানজট সৃষ্টির জন্য যেসব কারণ দায়ী তার মধ্যে অন্যতম হলো এই ফুটপাতের হকাররাঢাকার ফুটপাত দখলমুক্ত রাখা একটি জটিল প্রক্রিয়াএটি শুধু পুলিশ এককভাবে পারবে নাকারণ এর সঙ্গে সিটি কর্পোরেশনসহ অনেক প্রতিষ্ঠান জড়িত আছেদেখা গেছে, ফুটপাত দখলমুক্ত রাখতে একটি প্রতিষ্ঠানের শতভাগ আগ্রহ থাকলেও অন্যান্য প্রতিষ্ঠানের আগ্রহের ঘাটতি রয়েছেআবার কোনো কোনো স্থানে একবার ফুটপাত দখলমুক্ত করা হলেও পরে সেখানে আবার আগের অবস্থায় ফিরে আসেএর পেছনে রাজনৈতিক প্রভাবও আছেঢাকা শহরের ফুটপাতগুলোতে যেন পা ফেলার জায়গা নেইরাজধানীর প্রায় সব ফুটপাতই হকারদের দখলেশহরের সব ফুটপাত ও সড়ক দখল করে রেখেছেন ব্যবসায়ীরাহকারদের কারণে ফুটপাত দখল হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে কর্মব্যস্ত মানুষ, শিক্ষার্থী, নারী ও শিশুরাপথচারীদের তা ব্যবহার করার সুযোগ ও উপায় নেইচলতে গেলেই সব সময় বিপাকে পড়তে হয় তাদেররাজধানী ঢাকায় প্রয়োজনের তুলনায় ৫ ভাগের ১ ভাগ ফুটপাত থাকলেও সেগুলোও বেদখল হয়ে আছে এসব হকারদের কাছেবাকিটা ভাঙাচোরাআবার দেখা যায় সড়কে যানজট দেখা দিলে অনেক সময় মোটরসাইকেল চালক ফুটপাতের পথ ব্যবহার করে থাকে, এতে করে নিরাপদ ফুটপাতও অনিরাপদ হয়ে যাচ্ছে এবং কিছু দুর্ঘটনায় প্রাণহানিও ঘটেছেযেখানে নিরাপদে হাঁটার জন্য ফুটপাত তৈরি করা হয়েছে, সেখানে ট্রাফিক নির্দেশনা না মেনে মোটরসাইকেল চালকরা ফুটপাতকে ভয়ংকর মৃত্যুফাঁদে পরিণত করছেপ্রায়ই দেশের দৈনিক পত্রিকাগুলোতে হকার উচ্ছেদের কথা আলোচনায় আসেএর ফলসরূপ দেখা যায় ফুটপাত দখলমুক্ত করার জন্য বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয় এবং ফুটপাত দখলমুক্ত করাও হয়কিন্তু কিছুদিন পরই অবৈধ শক্তির ছত্রছায়ায় প্রভাবশালীরা সেই ফুটপাত আবার দখল করে নেয়প্রভাবশালীরা ফুটপাত দখলে এতটাই শক্তিশালী যে তারা সরকারের কোনো আইন না মেনে, দেশের সরকার ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফুটপাত দখল করে রাখছেযার প্রধান কারণ হলো এসব ফুটপাতের দোকানগুলো থেকে মোটা অংকের চাঁদা আদায় করা হয়ে থাকেঅনেকে নৈতিকতা ও মানবিকতার প্রসঙ্গে টেনে বলে থাকেন, ফুটপাতে যারা ব্যবসা করেন, তারা বাধ্য হয়েই করেনউচ্ছেদ করলে তাদের না খেয়ে মরতে হয়, কিন্তু এই ভাষ্য ভুলসরকার অথবা প্রশাসন অথবা জনপ্রতিনিধিরা হকারদের রুজিরুটি রক্ষায় চিন্তিত হতেই পারেনকিন্তু সেই রুজি নিশ্চিত করার পন্থা ফুটপাত দখল করতে দেয়া নয়এ জন্য সরকারের এলাকা ভেদে হকারদের কেনাবেচার জন্য নির্ধারিত স্থান নির্বাচন করে স্বল্প ভাড়ায় তা কেনাবেচার জন্য ব্যবহার করার সুযোগ সৃষ্টি করে দিতে হবেএতে রাস্তার বিক্রেতারা তখন ব্যবসা করতে পারবে, সরকারও কিছু আয় পাবেঅবৈধ চাঁদাবাজি বন্ধ হবেপাশাপাশি পুলিশের চাঁদাবাজি রুখতে পুলিশ কর্তৃপক্ষকে ভূমিকা রাখতে হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য