ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ আমতলীতে প্রকাশিত সংবাদের গুরুত্ব ধামাচাপা দিতে গিয়ে সুপারের সংবাদ সম্মেলন গাজীপুরে সন্ত্রাসী সুমন শেখের টর্চার সেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৩ ডিজিটাল হচ্ছে বিনিয়োগকারীদের নিরাপত্তা ছাড়পত্র গণধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেন ঢাবি থেকে বহিষ্কার নির্বাচন সামনে রেখে ৪ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে-আইজিপি মাতারবাড়ী মহেশখালীকে সাংহাই সিঙ্গাপুরের মতো দেখতে চাই-আশিক চৌধুরী মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন আগস্টে সড়ক, রেল ও নৌ-পথ দুর্ঘটনায় নিহত ৫৬৩ নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে-ডা. জাহিদ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২৫ বিচারপতি সাক্ষাৎ রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী অসুস্থ, জেরা হয়নি রাজসাক্ষীর ফেরারি আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা রংপুরে জ্বালানি তেলের সংকট, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কেরানীগঞ্জ-৩ আসন ঘিরে সরব রাজনৈতিক অঙ্গন চট্টগ্রামে স্থানীয়দের সঙ্গে পর্যটকদের সংঘর্ষ আহত ১৫ ৯০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ লোহালিয়া নদীতে মিলল ২ যুবকের লাশ

রাজধানীর প্রবেশমুখে তল্লাশি পুলিশ বলছে মাদক ঠেকাতে

  • আপলোড সময় : ১১-১১-২০২৪ ০৫:৪৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৪ ০৫:৪৮:০০ অপরাহ্ন
রাজধানীর প্রবেশমুখে তল্লাশি পুলিশ বলছে মাদক ঠেকাতে
সাভার প্রতিনিধি
সাভারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
যাত্রীরা বলছে, রাজধানীর জিরো পয়েন্টে ‘আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে’ পুলিশের এ তল্লাশি কার্যক্রম চলছে।
তবে পুলিশের দাবি, ‘মাদকের বিরুদ্ধে’ এবং নিয়মিত অভিযানের অংশ হিসাবে তাদের এ কার্যক্রম চলছে।
গতকাল রোববার সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার মফিদ ই আম স্কুলের সামনে একটি তল্লাশি চৌকিতে শতাধিক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান করছে।
চেকপোস্টে ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে। বিশেষ করে সন্দেহজনক মনে হলে প্রাইভেটকার এবং সাদা মাইক্রোবাস থামিয়ে গাড়িতে থাকা যাত্রীদের গন্তব্য ও পরিচয় জানতে চাচ্ছেন পুলিশ সদস্যরা।
যদিও চেকপোস্ট থেকে বেলা ৩টা পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
আমিনবাজার চেকপোস্টে কথা হয় সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লাহ বিশ্বাসের সঙ্গে।
তিনি বলেন, আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। মূলত মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযানের অংশ আমাদের এই কার্যক্রম চলছে।
এছাড়াও রাজধানীর অন্য প্রবেশমুখ সাভারের বিরুলিয়া ও আশুলিয়ার বাইপাইল ও নবীনগর এলাকায়ও একইভাবে তল্লাশি কার্যক্রম চলছে।
আওয়ামী লীগের কর্মসূচিকে সামনে রেখে এই তল্লাশি চলছে কি-না জানতে চাইলে মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, কোনো রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে না। মূলত শনিবার রাত থেকেই ঢাকার প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ির যাত্রী ও চালকদের তল্লাশি করা হচ্ছিল; যা সকাল থেকেও চলছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ