রাজধানীর প্রবেশমুখে তল্লাশি পুলিশ বলছে মাদক ঠেকাতে

আপলোড সময় : ১১-১১-২০২৪ ০৫:৪৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৪ ০৫:৪৮:০০ অপরাহ্ন
সাভার প্রতিনিধি
সাভারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
যাত্রীরা বলছে, রাজধানীর জিরো পয়েন্টে ‘আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে’ পুলিশের এ তল্লাশি কার্যক্রম চলছে।
তবে পুলিশের দাবি, ‘মাদকের বিরুদ্ধে’ এবং নিয়মিত অভিযানের অংশ হিসাবে তাদের এ কার্যক্রম চলছে।
গতকাল রোববার সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার মফিদ ই আম স্কুলের সামনে একটি তল্লাশি চৌকিতে শতাধিক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান করছে।
চেকপোস্টে ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে। বিশেষ করে সন্দেহজনক মনে হলে প্রাইভেটকার এবং সাদা মাইক্রোবাস থামিয়ে গাড়িতে থাকা যাত্রীদের গন্তব্য ও পরিচয় জানতে চাচ্ছেন পুলিশ সদস্যরা।
যদিও চেকপোস্ট থেকে বেলা ৩টা পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
আমিনবাজার চেকপোস্টে কথা হয় সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লাহ বিশ্বাসের সঙ্গে।
তিনি বলেন, আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। মূলত মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযানের অংশ আমাদের এই কার্যক্রম চলছে।
এছাড়াও রাজধানীর অন্য প্রবেশমুখ সাভারের বিরুলিয়া ও আশুলিয়ার বাইপাইল ও নবীনগর এলাকায়ও একইভাবে তল্লাশি কার্যক্রম চলছে।
আওয়ামী লীগের কর্মসূচিকে সামনে রেখে এই তল্লাশি চলছে কি-না জানতে চাইলে মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, কোনো রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে না। মূলত শনিবার রাত থেকেই ঢাকার প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ির যাত্রী ও চালকদের তল্লাশি করা হচ্ছিল; যা সকাল থেকেও চলছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net