ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা নতুন মোড় নিলো দিয়েগো জোতার মৃত্যু নেইমারের গোলে ফেরোভিয়ারিয়ার বিপক্ষে জয় পেলো সান্তোস শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল বন্যা তোমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল : লারা রুটের ব্যাটে ভর করে লড়ছে ইংল্যান্ড ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন ক্যাম্ফার বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা শ্বাসরুদ্ধকর ম্যাচে গায়ানার সাথে জয় পেলো রংপুর ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে নেই শাপলা বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা

রাজধানীর প্রবেশমুখে তল্লাশি পুলিশ বলছে মাদক ঠেকাতে

  • আপলোড সময় : ১১-১১-২০২৪ ০৫:৪৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৪ ০৫:৪৮:০০ অপরাহ্ন
রাজধানীর প্রবেশমুখে তল্লাশি পুলিশ বলছে মাদক ঠেকাতে
সাভার প্রতিনিধি
সাভারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
যাত্রীরা বলছে, রাজধানীর জিরো পয়েন্টে ‘আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে’ পুলিশের এ তল্লাশি কার্যক্রম চলছে।
তবে পুলিশের দাবি, ‘মাদকের বিরুদ্ধে’ এবং নিয়মিত অভিযানের অংশ হিসাবে তাদের এ কার্যক্রম চলছে।
গতকাল রোববার সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার মফিদ ই আম স্কুলের সামনে একটি তল্লাশি চৌকিতে শতাধিক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান করছে।
চেকপোস্টে ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে। বিশেষ করে সন্দেহজনক মনে হলে প্রাইভেটকার এবং সাদা মাইক্রোবাস থামিয়ে গাড়িতে থাকা যাত্রীদের গন্তব্য ও পরিচয় জানতে চাচ্ছেন পুলিশ সদস্যরা।
যদিও চেকপোস্ট থেকে বেলা ৩টা পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
আমিনবাজার চেকপোস্টে কথা হয় সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লাহ বিশ্বাসের সঙ্গে।
তিনি বলেন, আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। মূলত মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযানের অংশ আমাদের এই কার্যক্রম চলছে।
এছাড়াও রাজধানীর অন্য প্রবেশমুখ সাভারের বিরুলিয়া ও আশুলিয়ার বাইপাইল ও নবীনগর এলাকায়ও একইভাবে তল্লাশি কার্যক্রম চলছে।
আওয়ামী লীগের কর্মসূচিকে সামনে রেখে এই তল্লাশি চলছে কি-না জানতে চাইলে মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, কোনো রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে না। মূলত শনিবার রাত থেকেই ঢাকার প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ির যাত্রী ও চালকদের তল্লাশি করা হচ্ছিল; যা সকাল থেকেও চলছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য