ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল

জেলহত্যা দিবসে চার নেতাকে স্মরণ

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ১০:১৪:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ১০:১৪:০০ পূর্বাহ্ন
জেলহত্যা দিবসে চার নেতাকে স্মরণ
জেলহত্যা দিবস উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (পুরোনো) মূল ফটকের সামনে শনিবার মধ্যরাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে জাতীয় চার নেতাকে স্মরণ করেছেন। এছাড়াও গতকাল রোববার ভোরে বনানীতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে পুলিশের বাধার মুখে ফিরে আসে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এরআগে জেল হত্যা দিবসে মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (পুরাতন) মূল ফটকের সামনে মধ্যরাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জাতীয় চার নেতাকে স্মরণ করেন। তবে ভোরে বনানীতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে পুলিশের বাধার মুখে ফিরে আসেন তারা। মোমবাতি প্রজ্বলনে অংশ নেয়া আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (পুরাতন) মূল ফটকের সামনে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতাকে স্মরণ করি। তিনি বলেন, রোববার ভোরবেলায় বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি জানাতে গেলে পুলিশ ও অবৈধ ইউনুস সরকারের লাঠিয়াল বাহিনীদের বাঁধায় কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে ব্যর্থ হই। পুলিশ দুটো গেইট বন্ধ করে পাহারা দিচ্ছে, সঙ্গে অবৈধ ইউনুস সরকারের পেটোয়া বাহিনী। দীর্ঘ সময় চেষ্টা করেও আওয়ামী লীগের কেউ  জাতীয় নেতাদের কবরস্থানে প্রবেশ করতে পারেনি। তিনি আরও বলেন, আমরা মনে করি বর্তমান সরকার গঠিত হওয়ার পর থেকেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার বা নেতিবাচকভাবে জাতির সামনে হাজির করছে এবং তারই ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করার সাথে সাথে বঙ্গবন্ধুর অন্যতম সহচর, বঙ্গবন্ধু যাদেরকে সাথে নিয়ে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন সেই জাতীয় চার নেতার শাহাদাত বার্ষিকী পালনে বাঁধা দেয়ার মাধ্যমে বর্তমান সরকার উনাদেরকেও অস্বীকার করছে। তবে আমরা বর্তমান অসাংবিধানিক সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যতোদিন টিকে থাকবে ততোদিন বাঙালি জাতি বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া সকল জাতীয় বীরদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। দরকার মনে করলে যোগ করে নিতে পারেন। এসময় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এনামুল হক প্রিন্স, সাবেক উপ-মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক কপিল হালদার সজল, সাবেক সহ-সভাপতি রুহুল আমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম.এম. নাজমুল হাসান, সাবেক সহ-সভাপতি হাসান আহম্মেদ খান, যুবনেতা জহির তালুকদার প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স