ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

মার্কিন নির্বাচনে আগাম ভোট পড়েছে ৬ কোটিরও বেশি

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ০৫:২১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ০৫:২১:০০ অপরাহ্ন
মার্কিন নির্বাচনে আগাম ভোট পড়েছে ৬ কোটিরও বেশি
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের নির্ধারিত দিন আগামী ৫ নভেম্বর। তবে তার আগে সব রাজ্যে আগাম ভোট দেয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এতে ৬ কোটিরও বেশি আগাম ভোট পড়েছে। খবর ডয়চে ভেলের।
মূলত ভোটের দিন ভিড় কমানো এবং ভোটদাতাদের সুবিধার জন্য আগাম ভোট দেয়ার সুযোগ বা ব্যবস্থা রাখা হয়েছে। এটাকে ‘আর্লি ভোটিং’ বলা হয়। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাবের তথ্য মতে, ছয় কোটিরও বেশি মার্কিন এই সুবিধা নিয়েছেন। ইলেকশন ল্যাবের দায়িত্বে থাকা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মাইকেল ম্যাকডোনাল্ড জানান, তিনি কলোরাডো, জর্জিয়া, মিশিগান, নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়াসহ ছয়টি ল্যাবের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন যে, মোট ছয় কোটি ২০ লাখ ভোটদাতা ২০২৪ প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যত মানুষ ভোট দিয়েছিলেন, তার ৪০ শতাংশ এবার আগাম ভোট দিয়েছেন। নর্থ ক্যারোলাইনা, জর্জিয়াসহ বিভিন্ন ‘সুইং স্টেটস’ তথা দোদুল্যমান রাজ্যের নথিভুক্ত ভোটারের মধ্যে ৪৫ শতাংশই আগাম ভোট দিয়েছেন। প্রথাগতভাবে যুক্তরাষ্ট্রের কিছু রাজ্য ডেমোক্রেটিক দলের পক্ষে থাকে। আর কিছু রাজ্য থাকে রিপাবলিকানদের পক্ষে। কিন্তু নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ার মতো মোট সাতটি রাজ্য রয়েছে, যারা যে কোনো দিকে যেতে পারে। সময়ের সঙ্গে এই রাজ্যগুলোতে ভোটারদের অভিমতের পরিবর্তন হয়। তারা যে দলের দিকে যায়, সেই দলের প্রার্থীর জেতার সম্ভাবনা বেড়ে যায়। এ রাজ্যগুলোকে ‘সুইং স্টেটস’ বলা হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় বলে এগুলো ‘ব্যাটলগ্রাউন্ড স্টেটস’ও বলা হয়ে থাকে। ভোট সমীক্ষাগুলো জানিয়েছে, এবার ট্রাম্প ও হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আর্লি ভোটিং থেকে বোঝা যাচ্ছে, ভোটদাতারাও এই নির্বাচন নিয়ে, তাদের ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে কতটা উৎসাহী। জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন্সপার্জার সিএনএনকে বলেছেন, ‘দুই পক্ষের ভোটাররাই খুবই উৎসাহিত। এই প্রক্রিয়া যাতে সৎ, ন্যায্য ও ঠিক হয় আমরা তা নিশ্চিত করতে চেয়েছি।’ পর্যবেক্ষকরা জানিয়েছেন, যারা আগাম ভোট দিয়েছেন, তাদের মধ্যে ৫৫ শতাংশ নারী ও ৪৫ শতাংশ পুরুষ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স