ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা সরকারের নানা পদক্ষেপেও বিদেশী বিনিয়োগে ধস কিটের অভাবে পরীক্ষা ছাড়া লক্ষণ দেখেই চলছে চিকুনগুনিয়ার চিকিৎসা সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহিতার গুরুত্বপূর্ণ পদক্ষেপ- প্রেস সচিব অনির্দিষ্টকালের ছুটিতে সায়মা ওয়াজেদ, দাবি পলিসি ওয়াচের প্রতিবেদনে চারদিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় ছায়া তদন্ত করছে র‌্যাব চাঁদাবাজি নয় ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন লাল চাঁদ-পুলিশ খুনিদের পায়ে লুটিয়ে পড়েও বাঁচাতে পারেনি লাল চাঁদ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় কুপিয়ে জখম করা খতিব, থানায় মামলা পুরান ঢাকার এই হত্যাকাণ্ড জাহিলিয়াতের যুগের বর্বরতাকে হার মানিয়েছে-কাজী মামুনূর রশিদ মিটফোর্ডের ঘটনায় কিছু রাজনৈতিক দল ফায়দা নেয়ার চেষ্টা করছে- রিজভী ফেনীর তিন নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ এক নম্বর হতে হবে-ত্রাণ উপদেষ্টা

আগামী নির্বাচনে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি জাতীয় পার্টি- মুজিবুল হক চুন্নু

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ১১:৪৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ১১:৪৬:৫৭ অপরাহ্ন
আগামী নির্বাচনে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি জাতীয় পার্টি- মুজিবুল হক চুন্নু
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সবার বাক, ব্যক্তি ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়েছে। আমরা বিশ্বাস করি এই সরকার প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করে দ্রুততম সময়ে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচন দিতে সমর্থ হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে। গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে ২ নভেম্বর অনুষ্ঠেয় জাতীয় পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ বিশ্বাস করে অন্য সকল রাজনৈতিক দলের চেয়ে জাতীয় পার্টি সবার জন্য নিরাপদ। আগামী নির্বাচনে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, মীর আবদুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়াসহ অনেকে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স