
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সবার বাক, ব্যক্তি ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়েছে। আমরা বিশ্বাস করি এই সরকার প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করে দ্রুততম সময়ে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচন দিতে সমর্থ হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে। গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে ২ নভেম্বর অনুষ্ঠেয় জাতীয় পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ বিশ্বাস করে অন্য সকল রাজনৈতিক দলের চেয়ে জাতীয় পার্টি সবার জন্য নিরাপদ। আগামী নির্বাচনে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, মীর আবদুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়াসহ অনেকে।