ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আপনি বললেই তো নির্বাচন হবে না এক কোটি বিশ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি বরাদ্দ গিলে খেয়েছেন প্রধান শিক্ষক ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় জাগরণ চান বিশিষ্টজনরা বিমান কর্মচারী ফয়েজ চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঢাকা-১৬ আসনে নতুন ৪ ওয়ার্ড সংযুক্তির আবেদন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর গ্রেফতার গাইবান্ধায় রাতের আঁধারে দুর্গা প্রতিমায় আগুন ভাইরাল বাবার ভালোবাসায় কাঁদছে-হাসছে অনেকে রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় দু’জন আহত জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়কÑ রিজভী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া

বাহদুর শাহ পার্কে বাণিজ্যে তৎপরতা চলবে না-আনু মুহাম্মদ

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ১২:০৮:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ১২:০৮:০৬ পূর্বাহ্ন
বাহদুর শাহ পার্কে বাণিজ্যে তৎপরতা চলবে না-আনু মুহাম্মদ
জবি থেকে আইনুল ইসলাম
ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক স্থাপনা শহীদ বেদী বাহাদুর শাহ্ পার্কের অভ্যন্তরে ফুডভ্যান ক্যান্টিন ইজারা বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। গতকাল সোমবার পুরান ঢাকার বাহাদুর শাহ পার্লো শহীদ বেদিতে ৪টা ৩০ মিনিটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজন করেন ঐতিহাসিক বাহাদুর শাহ্ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ।
এ সময় তিনি আরোও বলেন, ঢাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা এই পার্ক। শুধু আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় সারা ভারতবর্ষের জন্য গুরুত্বপূর্ণ এই পার্ক। কারণ ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান প্রতীক এই পার্ক। যেখানে সিপাহীদের ফাঁসি দেয়া হয়েছে। বর্তমানের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি ভবিষ্যতের জন্য ও গুরুত্বপূর্ণ।
অতীতে সাবেক মেয়র তাপস তার ক্ষমতার কাজে এই জাগায় ইজারা দিয়েছে। সে যেদিকে নজর দিতো ভস্মীভূত হয়ে যেত। আর যে জায়গায় পাখি আসে তার মানে মানুষের জন্য ভালো। তাই সবার জন্য প্রশান্তি ও বিনোদন  জায়গা হয়ে উঠেছে এই পার্ক।  সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা। তিনি বলেন, কথা ছিল এটা ইজারা দেয়া হবে না। কিন্তু আবার দেয়া হচ্ছে। পার্কটা অন্যরকম হতে পারতো আমরা তা  দিচ্ছি না। শহরের এরকম সুখের জায়গার খুব কমই আছে। কিন্তু আমরা এগুলো বিলীন করে দিচ্ছি। এই পার্ক আমাদের গণঅভ্যুত্থানের সাথেও যুক্ত। এই পার্ক দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। তাই পার্ক সংরক্ষণ করা সংস্কার আন্দোলনের অংশ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ