ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

বাহদুর শাহ পার্কে বাণিজ্যে তৎপরতা চলবে না-আনু মুহাম্মদ

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ১২:০৮:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ১২:০৮:০৬ পূর্বাহ্ন
বাহদুর শাহ পার্কে বাণিজ্যে তৎপরতা চলবে না-আনু মুহাম্মদ
জবি থেকে আইনুল ইসলাম
ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক স্থাপনা শহীদ বেদী বাহাদুর শাহ্ পার্কের অভ্যন্তরে ফুডভ্যান ক্যান্টিন ইজারা বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। গতকাল সোমবার পুরান ঢাকার বাহাদুর শাহ পার্লো শহীদ বেদিতে ৪টা ৩০ মিনিটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজন করেন ঐতিহাসিক বাহাদুর শাহ্ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ।
এ সময় তিনি আরোও বলেন, ঢাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা এই পার্ক। শুধু আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় সারা ভারতবর্ষের জন্য গুরুত্বপূর্ণ এই পার্ক। কারণ ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান প্রতীক এই পার্ক। যেখানে সিপাহীদের ফাঁসি দেয়া হয়েছে। বর্তমানের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি ভবিষ্যতের জন্য ও গুরুত্বপূর্ণ।
অতীতে সাবেক মেয়র তাপস তার ক্ষমতার কাজে এই জাগায় ইজারা দিয়েছে। সে যেদিকে নজর দিতো ভস্মীভূত হয়ে যেত। আর যে জায়গায় পাখি আসে তার মানে মানুষের জন্য ভালো। তাই সবার জন্য প্রশান্তি ও বিনোদন  জায়গা হয়ে উঠেছে এই পার্ক।  সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা। তিনি বলেন, কথা ছিল এটা ইজারা দেয়া হবে না। কিন্তু আবার দেয়া হচ্ছে। পার্কটা অন্যরকম হতে পারতো আমরা তা  দিচ্ছি না। শহরের এরকম সুখের জায়গার খুব কমই আছে। কিন্তু আমরা এগুলো বিলীন করে দিচ্ছি। এই পার্ক আমাদের গণঅভ্যুত্থানের সাথেও যুক্ত। এই পার্ক দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। তাই পার্ক সংরক্ষণ করা সংস্কার আন্দোলনের অংশ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স