ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

গার্মেন্টস ধ্বংসের চক্রান্ত করছে দেশি-বিদেশি চক্র

  • আপলোড সময় : ০৭-১০-২০২৪ ১২:১৩:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৪ ১২:১৩:০৩ পূর্বাহ্ন
গার্মেন্টস ধ্বংসের চক্রান্ত করছে দেশি-বিদেশি চক্র
বাংলাদেশের গার্মেন্টস সেক্টর ধ্বংস করার জন্য দেশি এবং আর্ন্তজাতিক চক্রান্ত রয়েছে বলে মনে করেন ২০ গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতারা। তারা বলেন, বাংলাদেশের গার্মেন্টস সেক্টর ধ্বংসের আভাস আমারা পেয়েছি। এজন্য একটি চক্র বিভিন্ন গুজব ছড়ানোসহ শ্রমিকদের ওপর নির্যাতন করছে। যাতে করে গার্মেন্টস সেক্টরে কোনো উৎপাদন না হয়। তবে যে কোনো চক্রান্ত রুখে দিয়ে গার্মেন্টস সেক্টরকে রক্ষা করার অঙ্গিকার করেছেন গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো নেতারা। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শ্রমিক সংগঠনের নেতারা। সংবাদ লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর মালিকদের নেতৃত্বেরও পরিবর্তন হয়। ফলে এক ধরনের অস্থিরতা দেখা দেয়। শ্রমিকরা তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। তবে সেগুলোর পুরোপুরি বাস্তবায়ন হয়নি। সেকারণে বাধ্য হয়ে শ্রমিকরা আন্দোলনে নামে। এ সময় শ্রমিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবিও জানান তিনি। কেউ যেন গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরি করতে না পারে সে ব্যাপারে সতর্ক হওয়ার কথাও বলেন তিনি। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর ত্রিপক্ষীয় সভায় ১৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির পরদিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর থেকে সব কারখানায় উৎপাদন কার্যক্রম চালু হয়। অত্যন্ত পরিতাপের বিষয় সেই ১৮ দফা বাস্তবায়ন হয়নি। দ্রুত ১৮ দফা বাস্তবায়নের দাবি জানান তিনি। আন্দোলনরত শ্রমিকদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী, ঝুট সন্ত্রাসী ও মালিকদের ভাড়াটিয়া গুন্ডাবাহিনী নির্বিচারে গুলি চালায়। এতে মো. কাউসার হোসেন খান নামক একজন শ্রমিককে নির্মমভাবে হত্যা করে। শতাধিক শ্রমিক আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই হত্যাকাণ্ডের দায়ে মালিকসহ দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শান্তি দিতে হবে। এই হত্যাকাণ্ডের দায় সরকার ও মালিকদেরই নিতে হবে। নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ দিতে হবে। চাকুরিচ্যুত বন্ধ করতে হবে। সকল প্রকার বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। এছাড়া, আন্তর্জাতিক বাজার প্রতিযোগীতা ও জাতীয় অর্থনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ এই শিল্পের শ্রমিকদের উপর দমননীতির পথ পরিহার করে শ্রমিক শিল্প ও জাতীয় স্বার্থে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বিভিন্ন সময় গুজব ছড়িয়ে ও নানারকম অপপ্রচার করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে মালিকরা বিশেষ ফায়দা লুটতে চায়, তা বন্ধ করতে হবে বলেও জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ, গার্মেন্ট শ্রমিক এক্য ফোরামের সভাপতি সাবেক ছাত্র নেত্রী মোশরেফা মিশু, জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, বাংলাদেশ গার্মেন্ট এণ্ড ইন্ডাসট্রিয়াল ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আকতার বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি জলি তালুকদারসহ সাধারণ সম্পাদক মঞ্জুর মঈণ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ