ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নাসরাল্লাহকে হত্যা করতে ব্যাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করে ইসরায়েল

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ১১:১৭:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ১১:১৭:৪৯ পূর্বাহ্ন
নাসরাল্লাহকে হত্যা করতে ব্যাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করে ইসরায়েল

ইসরায়েল জানিয়েছে, তাদের এফ-১৫আই যুদ্ধবিমানগুলো বৈরুতে হিজবুল্লাহর ভূগর্ভস্থ সদরদফতরে ডজন ডজন ব্যাংকার বিধ্বংসী বোমা ফেলে


ইরানের সমর্থনপুষ্ট লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহর ওপর হামলা চালাতে ইসরায়েল ব্যাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করেছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে।
শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশে হিজবুল্লাহর কমান্ড সদরদফতরে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহর নেতা নাসরাল্লহকে লক্ষ্যস্থলে পরিণত করতে এসব হামলা চালানো হয়। এই হামলায় নাসরাল্লাহ নিহত হন।
ইসরায়েল জানিয়েছে, নাসরাল্লাহর ওপর আঘাত হানতে তারা দক্ষিণ বৈরুতের একটি আবাসিক ভবনের নিচে ভূগর্ভস্থ সদরদফতরে বোমা হামলা চালিয়েছিল।
ইসরায়েলের বিমান বাহিনীর ৬৯তম স্কোয়াড্রনের এফ-১৫আই যুদ্ধবিমান হাতজেরিম বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এমন একটি ছবি প্রকাশ করে জানিয়েছে, বৈরুতে হিজবুল্লাহর প্রধান নাসরাল্লাকে হত্যা করার মিশন পরিচালনা করতে বিমানটি রওনা হয়েছিল।
বাহিনীটি জানিয়েছে, তাদের এফ-১৫আই যুদ্ধবিমানগুলো বৈরুতের দহি এলাকায় হিজবুল্লাহর ভূগর্ভস্থ সদরদফতরে ডজন ডজন ব্যাংকার বিধ্বংসী বোমা ফেলে।
নিউ ইয়র্ক টাইমস বিশ্লেষকদের উদ্ধৃত করে জানিয়েছে, আটটি এফ-১৫আই যুদ্ধবিমান এক লাখ ৫২০০০ পাউন্ড গাইডেড বোমা ব্যবহার করে হামলাটি চালিয়েছে। প্রত্যেকটি বোমার সঙ্গে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড পদ্ধতি সংযুক্ত ছিল।
হিজবুল্লাহর আল মানার টেলিভিশন জানিয়েছে, এসব হামলায় ওই এলাকার সাতটি ভবন ধ্বংস হয়।
লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তারা যেখানে থাকেন সে এলাকাটি লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলে ৬৫ ফুট গভীর একটি গর্ত তৈরি হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স