
ইসরায়েল জানিয়েছে, তাদের এফ-১৫আই যুদ্ধবিমানগুলো বৈরুতে হিজবুল্লাহর ভূগর্ভস্থ সদরদফতরে ডজন ডজন ব্যাংকার বিধ্বংসী বোমা ফেলে
ইরানের সমর্থনপুষ্ট লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহর ওপর হামলা চালাতে ইসরায়েল ব্যাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করেছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে।
শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশে হিজবুল্লাহর কমান্ড সদরদফতরে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহর নেতা নাসরাল্লহকে লক্ষ্যস্থলে পরিণত করতে এসব হামলা চালানো হয়। এই হামলায় নাসরাল্লাহ নিহত হন।
ইসরায়েল জানিয়েছে, নাসরাল্লাহর ওপর আঘাত হানতে তারা দক্ষিণ বৈরুতের একটি আবাসিক ভবনের নিচে ভূগর্ভস্থ সদরদফতরে বোমা হামলা চালিয়েছিল।
ইসরায়েলের বিমান বাহিনীর ৬৯তম স্কোয়াড্রনের এফ-১৫আই যুদ্ধবিমান হাতজেরিম বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এমন একটি ছবি প্রকাশ করে জানিয়েছে, বৈরুতে হিজবুল্লাহর প্রধান নাসরাল্লাকে হত্যা করার মিশন পরিচালনা করতে বিমানটি রওনা হয়েছিল।
বাহিনীটি জানিয়েছে, তাদের এফ-১৫আই যুদ্ধবিমানগুলো বৈরুতের দহি এলাকায় হিজবুল্লাহর ভূগর্ভস্থ সদরদফতরে ডজন ডজন ব্যাংকার বিধ্বংসী বোমা ফেলে।
নিউ ইয়র্ক টাইমস বিশ্লেষকদের উদ্ধৃত করে জানিয়েছে, আটটি এফ-১৫আই যুদ্ধবিমান এক লাখ ৫২০০০ পাউন্ড গাইডেড বোমা ব্যবহার করে হামলাটি চালিয়েছে। প্রত্যেকটি বোমার সঙ্গে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড পদ্ধতি সংযুক্ত ছিল।
হিজবুল্লাহর আল মানার টেলিভিশন জানিয়েছে, এসব হামলায় ওই এলাকার সাতটি ভবন ধ্বংস হয়।
লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তারা যেখানে থাকেন সে এলাকাটি লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলে ৬৫ ফুট গভীর একটি গর্ত তৈরি হয়েছে।