ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ বাংলাদেশী ইব্রাহিমের লাশ তিনদিন পর ফেরত দিল বিএসএফ বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭ ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুমকি যুদ্ধবিরতির আভাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮২ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, অচল বন্দর-বিদ্যুৎকেন্দ্র টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১ ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার

ভারতে রহস্যময় জ্বরে ১৬ জনের মৃত্যু

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ০১:০৫:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৪ ০১:০৫:২৮ পূর্বাহ্ন
ভারতে রহস্যময় জ্বরে ১৬ জনের মৃত্যু
ভারতের গুজরাটে রহস্যময় জ্বরে আক্রান্ত হয়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। জ্বরের উপসর্গ নিউমোনিয়ার মতো মনে হলেও, বাসিন্দারা কী কারণে অসুস্থ হয়ে পড়ছেন তা নির্ণয় করতে পারেননি চিকিৎসকরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে।
ভারতের গুজরাটে হঠাৎ করেই রহস্যময় জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন শিশুসহ বেশ কয়েকজন। হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে। গত বৃহস্পতিবার রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল অসুস্থ রোগীদের দেখতে যান। তিনি বলেন, জ্বরের উপসর্গ নিউমোনিয়ার মতো মনে হলেও বাসিন্দারা কী কারণে অসুস্থ হয়ে পড়ছেন তা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী, প্রবল ঝড়বৃষ্টির পরই গুজরাটের কচ্ছ জেলার লাখপত এলাকায় ৭টি গ্রামের ঘরে ঘরে এই জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়। সঙ্গে রয়েছে শ্বাসকষ্টও। ১২ বছরের কম বয়সীদের মধ্যে এই জ্বরে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। সংশ্লিষ্টরা বলছেন, বর্ষাকালে, ম্যালেরিয়া, ডেঙ্গু, নিউমোনিয়ার মতো বিভিন্ন ভাইরাসজনিত রোগ প্রায়ই ছড়িয়ে পড়ে। তবে এবারের এই রোগ কেন ছড়িয়ে পড়ছে তা খতিয়ে দেখতে সব প্রশাসন কাজ করে যাচ্ছে। জ্বরের কারণ নির্ণয় করতে এরইমধ্যে বিশেষ পর্যবেক্ষক দল কাজ করছে এলাকাটিতে। অসুস্থ ব্যক্তিদের রক্ত ও লালার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। তবে, রোগটি ছোঁয়াচে নয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ