
ভারতের গুজরাটে রহস্যময় জ্বরে আক্রান্ত হয়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। জ্বরের উপসর্গ নিউমোনিয়ার মতো মনে হলেও, বাসিন্দারা কী কারণে অসুস্থ হয়ে পড়ছেন তা নির্ণয় করতে পারেননি চিকিৎসকরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে।
ভারতের গুজরাটে হঠাৎ করেই রহস্যময় জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন শিশুসহ বেশ কয়েকজন। হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে। গত বৃহস্পতিবার রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল অসুস্থ রোগীদের দেখতে যান। তিনি বলেন, জ্বরের উপসর্গ নিউমোনিয়ার মতো মনে হলেও বাসিন্দারা কী কারণে অসুস্থ হয়ে পড়ছেন তা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী, প্রবল ঝড়বৃষ্টির পরই গুজরাটের কচ্ছ জেলার লাখপত এলাকায় ৭টি গ্রামের ঘরে ঘরে এই জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়। সঙ্গে রয়েছে শ্বাসকষ্টও। ১২ বছরের কম বয়সীদের মধ্যে এই জ্বরে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। সংশ্লিষ্টরা বলছেন, বর্ষাকালে, ম্যালেরিয়া, ডেঙ্গু, নিউমোনিয়ার মতো বিভিন্ন ভাইরাসজনিত রোগ প্রায়ই ছড়িয়ে পড়ে। তবে এবারের এই রোগ কেন ছড়িয়ে পড়ছে তা খতিয়ে দেখতে সব প্রশাসন কাজ করে যাচ্ছে। জ্বরের কারণ নির্ণয় করতে এরইমধ্যে বিশেষ পর্যবেক্ষক দল কাজ করছে এলাকাটিতে। অসুস্থ ব্যক্তিদের রক্ত ও লালার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। তবে, রোগটি ছোঁয়াচে নয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ভারতের গুজরাটে হঠাৎ করেই রহস্যময় জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন শিশুসহ বেশ কয়েকজন। হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে। গত বৃহস্পতিবার রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল অসুস্থ রোগীদের দেখতে যান। তিনি বলেন, জ্বরের উপসর্গ নিউমোনিয়ার মতো মনে হলেও বাসিন্দারা কী কারণে অসুস্থ হয়ে পড়ছেন তা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী, প্রবল ঝড়বৃষ্টির পরই গুজরাটের কচ্ছ জেলার লাখপত এলাকায় ৭টি গ্রামের ঘরে ঘরে এই জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়। সঙ্গে রয়েছে শ্বাসকষ্টও। ১২ বছরের কম বয়সীদের মধ্যে এই জ্বরে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। সংশ্লিষ্টরা বলছেন, বর্ষাকালে, ম্যালেরিয়া, ডেঙ্গু, নিউমোনিয়ার মতো বিভিন্ন ভাইরাসজনিত রোগ প্রায়ই ছড়িয়ে পড়ে। তবে এবারের এই রোগ কেন ছড়িয়ে পড়ছে তা খতিয়ে দেখতে সব প্রশাসন কাজ করে যাচ্ছে। জ্বরের কারণ নির্ণয় করতে এরইমধ্যে বিশেষ পর্যবেক্ষক দল কাজ করছে এলাকাটিতে। অসুস্থ ব্যক্তিদের রক্ত ও লালার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। তবে, রোগটি ছোঁয়াচে নয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।