ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ বাংলাদেশী ইব্রাহিমের লাশ তিনদিন পর ফেরত দিল বিএসএফ বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭ ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুমকি যুদ্ধবিরতির আভাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮২ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, অচল বন্দর-বিদ্যুৎকেন্দ্র টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১ ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার

ভারতের মণিপুরে হামলা চালানোর আহ্বান মুখ্যমন্ত্রীর

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ০৯:৫২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ০৯:৫২:১০ অপরাহ্ন
ভারতের মণিপুরে হামলা চালানোর আহ্বান মুখ্যমন্ত্রীর ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং
জনতা ডেস্ক
ভারতের অশান্ত মণিপুরে শান্তি ফেরাতে রাজ্যের হাতে সর্বোচ্চ ক্ষমতা চান মুখ্যমন্ত্রী বীরেন সিং। একইসঙ্গে পাহাড়ি এলাকায় ‘অস্ত্রধারীদের আস্তানায়’ হামলা চালাতে কেন্দ্রীয় বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর দ্য হিন্দু’।
চলতি মাসের শুরু থেকেই ফের অশান্ত হয়ে উঠেছে মণিপুর। সবশেষ শনিবার ড্রোন ও রকেট হামলার পর উত্তেজনা আরও বেড়েছে। হামলার জন্য একে অপরকে দায়ী করেছে কুকি ও মেইতেইরা। পরিস্থিতি নিয়ে দফায় দফায় মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী বিরেন সিং। সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গেও গেল ২৪ ঘণ্টায় দুবার দেখা করেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যপলের সঙ্গে বৈঠকে মণিপুরে শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেয়ার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী বীরেন। একইসঙ্গে পাহাড়ি অঞ্চলগুলোতে ‘অস্ত্রধারীদের আস্তানা’ লক্ষ্য করে হামলা চালাতে কেন্দ্রীয় বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মণিপুরে শান্তি ফেরানোর দায়িত্বে আছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অ্যান্টি ড্রোন ব্যবস্থাও। হামলাকারীদের সন্ধানে চিরুনি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরইমধ্যে কয়েকটি বাঙ্কারও ধ্বংস করা হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, পরিস্থিতি উত্তপ্ত হলেও এখনো নিয়ন্ত্রণে রয়েছে। উত্তেজনা নিরসনের দাবি জানিয়েছেন রাজ্যটির শিক্ষার্থীরা। প্রসঙ্গত, গত বছরের মে মাস থেকে উত্তপ্ত মণিপুর। কুকি ও মেইতেইদের মধ্যে চলমান জাতিগত সহিংসতায় এরইমধ্যে দুইশ’র বেশি মানুষ নিহত হয়েছে রাজ্যটিতে। গৃহহীন হয়েছেন হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে জারি করা হয় কারফিউ। এছাড়া সাময়িক বন্ধ করে রাখা হয় মোবাইল ইন্টারনেট সেবা। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী রাজ্যটিতে সফর করলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি না যাওয়ায় সমালোচনার মুখে পড়ে ক্ষমতাসীন বিজেপি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ