ঢাকা , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ , ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মশাবাহিত রোগে বাড়ছে মৃত্যু মোরেলগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৫৬ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম বেগমগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ আহত ৩ শার্শা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে ভারতীয় নাগরিকসহ তিনজনকে পুশইন চাঁপাইনবাবগঞ্জে কমছে পদ্মার পানি বাড়ছে ভাঙনের আশঙ্কা শ্যামনগরের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে মিলাদ-মাহফিলের আয়োজন, আটক ৩ শেরপুরের ঝিনাইগাতীতে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার পঞ্চগড় সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার পাইকগাছায় শিবসা নদিতে ধরা পড়ছে ইলিশ প্রেসক্লাব রামপালের সভাপতি সবুর রানাকে মোংলা ছাত্রদল নেতা পরিচয়ে হুমকি কৃষি অফিসারের প্রচেষ্টায় পানি নিষ্কাশন রক্ষা পেল শত শত বিঘার ধান কোটালীপাড়ায় সাংবাদিককে মারধরের অভিযোগ কলাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে বর্ণাঢ্য আয়োজন আত্রাইয়ের যাতায়াতের রাস্তায় ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা রিচার্লিসনের জোড়া গোলে জয় দিয়ে মৌসুম শুরু হলো টটেনহ্যামের জয়ে দিয়ে মৌসুম শুরু করলো বার্সেলোনা প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিলো সিটি
শাহবাগে অবস্থান কর্মসূচি

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ০১:১৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ০১:১৭:৪৮ পূর্বাহ্ন
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ কারার দাবিতে ১২ ঘণ্টার আল্টিমেটামের পর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে ৩৫ প্রত্যাশীরা। গতকাল রোববার সকাল ১০ থেকে শাহবাগে জড়ো হতে থাকেন ৩৫ প্রত্যাশীরা। এক পর্যায়ে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলতে থাকবে।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের অন্যতম সংগঠক মো. হারুন বলেন, আমরা দীর্ঘদিন ধরে চাকরিতে বয়সসীমা ৩৫ দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের দাবি এখন পর্যন্ত মানা হয়নি। জুলাই বিপ্লবের পর দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আমরা আশা করি, অবিলম্বে আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। কেননা বিশ্বের অনেক দেশেই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ ঊর্ধ্ব। যতক্ষণ আমাদের দাবি না মানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।
এ সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে আগামী ৭-১০ দিনের মধ্যে বৈষম্যহীন কমিশন গঠন করা হবে। যেখানে অগ্রাধিকার ভিত্তিতে সর্বপ্রথম ৩৫-এর বিষয়টি সমাধান করা হবে। এ সময়ে রোববার থেকে লাগাতার কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ প্রত্যাশীরা। গত শনিবার সাড়ে সাত ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন ৩৫ প্রত্যাশীরা। রাত ৯টার পর রাস্তা থেকে আন্দোলনকারীরা সরে গেলে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে। বেলা ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শিক্ষার্থী মহাসমাবেশ শুরু হয়। এতে সারাদেশ থেকে এসে চাকরি প্রত্যাশীরা অংশ নেন।
এর আগে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের ব্যানারে অন্তর্র্বতীকালীন সরকারের বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান করেন তারা। যেখানে তারা সাতটি শর্ত জুড়ে দেন। সেগুলো হলো-১ম শ্রেণি ও ২য় শ্রেণি নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর, ৩য় শ্রেণি ও ৪র্থ শ্রেণি নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৪০ বছর, সব প্রকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত, সব প্রকার স্বাস্থ্য, চিকিৎসা নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত,    সব প্রকার আইসিটি নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত, সব প্রকার আইন (জেডিসি) নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত, জরিপের মেধা ও যোগ্যতার ভিত্তিতে আবেদনের বয়সসীমা উন্মুক্ত।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স